বীরপ্রতীক রফিকুল ইসলামের মৃত্যুতে জাসদের শোক

দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট রফিকুল ইসলাম বীরপ্রতীকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2020, 09:37 PM
Updated : 21 March 2020, 09:37 PM

শনিবার দুপুর ৩টা ৪০ মিনিটে রাজধানীর সিএমএইচ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রফিকুল ইসলাম। দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

জাসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রফিকুল ইসলামের মৃত্যুতে জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার গভীর শোক প্রকাশ করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

“সার্জেন্ট রফিকুল ইসলাম জাতির একজন শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ দেশপ্রেমিক ও একজন মহান বিপ্লবী,” বলা হয়েছে বিবৃতিতে।

রফিকুল ইসলাম ১৯৮০ সাল থেকে জাসদের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি সর্বশেষ জাসদ কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।

রফিকুল ইসলাম পাকিস্তান বিমান বাহিনীর দুর্ধর্ষ প্যারা ট্রুপার কমান্ডো ছিলেন। তিনি পাকিস্তান বিমানবাহিনী থেকে বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীরপ্রতীক খেতাব পান।