ঢাকা ১০: ‘ভাইরাস আতঙ্ক’ ভোটকেন্দ্রেও

নভেল করোনাভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যে চলা ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে ভোটার খরা দেখা গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2020, 10:51 AM
Updated : 21 March 2020, 10:51 AM

শনিবার এ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়।

কয়েকটি ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা মনে করছেন, করোনাভাইরাসের আতঙ্কেই অনেক ভোটার ও এজেন্ট কেন্দ্রে আসেননি।

হাতেগোণা ভোটার যারা এসেছেন, তারাও ইভিএমে ফিঙ্গার প্রিন্ট দিতে ভয় পাচ্ছিলেন। তবে ইভিএমের বোতামে চাপ দেওয়ার আগে ভোটারদের স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করে নিতে হয়েছে।

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ভোট কেন্দ্রের মোট তিন হাজার ১৮০টি ভোটের মধ্যে বেলা ৩টা পর্য‌ন্ত ভোট পড়েছে মাত্র ৬৪টি।

এ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা হুমায়ুন কাউসার বলেন, “আমার কেন্দ্রের আটটি পুরুষ ও ছয়টি নারী বুথে বেলা ৩টা পর্যন্ত মাত্র দুই শতাংশ ভোট পড়েছে। নারী ভোটারের উপস্থিতি সবচেয়ে কম। ছয়টি নারী বুথে ভোট পড়েছে মাত্র ২২টি। এরমধ্যে একটি বুথে একজন ভোটারও আসেনি।  

“সকাল থেকেই ভোটার আসছে না। করোনাভাইরাসের আতঙ্কের কারণেই ভোটার কম বলে মনে হচ্ছে। নৌকার এজেন্ট ছাড়া কারও কোনো এজেন্টও নেই।”

আর যেসব ভোটার এসেছেন, তারাও আঙুলের ছাপ দিতে ভয় পাচ্ছেন বলে জানান এই কেন্দ্রের সহকারি প্রিজাডিং কর্মকর্তা আরিফুল ইসলাম হানিফ।

“ভোটারদের মধ্যে আতঙ্ক। তারা আঙুলের ছাপ দিতেও ভয় পাচ্ছে।”

তবে কেন্দ্র অপরিষ্কার থাকায় ভোটারদের উপস্থিতি কম বলে মনে করছেন এই কেন্দ্রের একটি নারী বুথের পোলিং এজেন্ট কাওসার জাহান।

“আমরা আসলে সবসময়ই দেখি, পোলিং বুথগুলো অপরিষ্কার থাকে। এ ধরনের নোংরা পরিবেশে মানুষ ভয়েই ভোট দিতে আসছে না।” 

ঢাকা সিটি কলেজ কেন্দ্রে বেলা ১১টা ৪০ মিনিট পর্যন্ত ভোট পড়ে মাত্র ২৩টি। এই কেন্দ্রের নয়টি বুথে ভোটার তিন হাজার ৪২২ জন।

এই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা নূরুল ইসলাম ডলার বলেন, “কেন্দ্রে নৌকা, লাঙল ও ডাব প্রতীকের এজেন্ট রয়েছেন। সকালে ধানের শীষের এজেন্ট থাকবেন বলে জানালেও পরে তিনি তার পরিচয়পত্র নিতে আসেননি।”

বেলা সাড়ে ১২টা পর‌্যন্ত ঢাকা কলেজে ভোট পড়ে ৮১টি, কেন্দ্রটিতে মোট ভোটার দুই হাজার ৩৯২ জন।

এই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ময়নুল হক বলেন, “কেন্দ্রে কোনো ঝামেলা নেই, ইভিএম মেশিনও ঠিক আছে। কিন্তু ভোটার উপস্থিতি খুবই কম।”

কেন্দ্রটিতে নৌকার ছাড়া কোনো প্রার্থীর এজেন্ট নেই বলে জানান তিনি।