খালেদার স্বাস্থ্যের চেয়ে দেশের মানুষকে নিয়ে ভাবুন: হাছান মাহমুদ

নভেল করোনাভাইরাসের এই সময়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বেশি চিন্তা না করে দেশের মানুষের সুরক্ষা নিয়ে ভাবতে বিএনপির প্রতি ‘অনুরোধ’ করেছেন আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2020, 03:12 PM
Updated : 9 March 2020, 03:12 PM

সোমবার বিকালে রাজধানীর সেগুনবাগিচায়  আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

বিএনপির সমালোচনা করতে গিয়ে হাছান মাহমুদ বলেন, “তারা করোনাভাইরাস ও দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে বেশি চিন্তিত না হয়ে খালেদা জিয়াকে নিয়ে বেশি চিন্তিত। “

‘দলমত নির্বিশেষে এখন সবার দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে ভাবা উচিৎ’ বলেও মনে করেন তিনি। 

বিএনপির উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, “তারা যদি জনগণের রাজনীতি করতে চায়,  তবে তাদের অনুরোধ জানাই, বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে বেশি চিন্তিত না হয়ে, দেশের মানুষকে নিয়ে বেশি চিন্তিত হওয়া উচিৎ।”

তবে নভেল করোনাভাইরাস ঠেকাতে সরকারের প্রস্তুতি অন্যান্য দেশের চেয়ে ‘ভালো’ বলে সাংবাদিকদের কাছে দাবি করেন হাছান মাহমুদ।

তিনি বলেন, “করোনাভাইরাস যেভাবে ঠেকিয়ে রেখেছে, যেভাবে প্রস্তুতি হয়েছে, অন্য কোনো দেশ থেকে ভালো প্রস্তুতি হয়েছে।”

মুজিববর্ষে হিংসা-বিদ্বেষের রাজনীতি পরিহার করা উচিৎ মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, “বেগম খালেদা জিয়া হিংসার রাজনীতি করেন।

“তিনি তার জন্মের তারিখ পরিবর্তন করে দিয়ে জাতির পিতাকে যেদিন হত্যা করা হয়েছিল, সেদিন কেক কেটে তার ভুয়া জন্মদিন পালন করেন। তিনি যখন ক্ষমতায় ছিলেন, তখন সরকারি পৃষ্ঠপোষকতায় ও তার ছেলে তারেক রহমানের নেতৃত্বে ২১ অগাস্টের গ্রেনেড হামলা পরিচালনা হয়েছিল।”