মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বিএনপির দুইদিনের কর্মসূচি

একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষ্যে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2020, 06:37 AM
Updated : 17 Feb 2020, 06:37 AM

সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে- ২০ ফেব্রুয়ারি বেলা ২টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে আলোচনা সভা এবং ২১ ফেব্রুয়ারি ভোরে কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলন, সকাল ৬টায় বলাকা সিনেমা হলের কাছ থেকে প্রভাতফেরী করে আজিমপুর কবরস্থানে গিয়ে ভাষা শহীদদের কবর জিয়ারত এবং এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ নিবেদন।

কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি সারাদেশে জেলা-উপজেলা-থানা ও সব ইউনিট কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন ও স্থানীয় ভাষা শহীদদের স্মরণে স্মৃতি মিনারে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হবে। ভাষা শহীদদের স্মরণে স্থানীয়ভাবেও আলোচনা সভা হবে।