তিন উপ-নির্বাচন: আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু শনিবার

ঢাকা, বাগেরহাট ও গাইবান্ধার তিন আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হচ্ছে শনিবার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2020, 10:46 AM
Updated : 7 Feb 2020, 10:46 AM

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বেলা ১১টা থেকে ১৪ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত ঢাকা-১০, বাগেরহাট-৪ ও গাইবান্ধা-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের জন্য ফরম বিক্রি হবে।

আগ্রহীদের ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নের ফরম সংগ্রহ এবং জমা দিতে বলা হয়েছে।

ঢাকা-১০ আসনের এমপি শেখ ফজলে নূর তাপস পদ ছেড়ে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন করায় তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে ২৯ ডিসেম্বর গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়। ১ ফেব্রুয়ারি ভোটে জিতে তিনি ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচিত হন।

বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী মো. মোজাম্মেল হোসেন ১০ জানুয়ারি এবং গাইবান্ধা-৩ আসনের সাংসদ মো. ইউনুস আলী সরকার গতবছর ২৭ ডিম্বের মারা যান। পরে তাদের আসন দুটিও শূন্য ঘোষণা করে উপ নির্বাচনের তফসিল দিয়েছে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, তিন আসনের উপ-নির্বাচনে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। ২৩ ফেব্রুয়ারি বাছাইয়ের পর ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। ১ মার্চ প্রতীক বরাদ্দের পর শুরু হবে প্রচার। ভোটগ্রহণ হবে ২১ মার্চ।