বিএনপির কাউকে বাধা দেওয়া হয়নি: আমু
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Feb 2020 12:25 AM BdST Updated: 02 Feb 2020 12:25 AM BdST
-
ভাষানটেক স্কুল অ্যান্ড কলেজের শনিবার বেলা ১০টা ৪৭ মিনিটের দৃশ্য। এটি ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের একটি কেন্দ্র। ছবি: মোস্তাফিজুর রহমান
বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু বলেছেন, ভোটকেন্দ্রে ঢুকতে বিরোধী দলের কাউকে বাধা দেওয়া হয়নি।
Related Stories
শনিবার অনুষ্ঠিত ঢাকার সিটি নির্বাচনে দক্ষিণে ক্ষমতাসীন দলের নির্বাচনের প্রধান সমন্বয়কারী ছিলেন প্রবীণ এই নেতা।
ভোটগ্রহণ শেষে বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আমু বলেন, “বিএনপির কর্মী-সমর্থকদের কেউ ভোট প্রদানে বাধা দেয়নি। তাদের যারা ভোট দিতে এসেছেন, তারা ভোট সুষ্ঠুভাবে দিয়েছেন।”
বিএনপির পক্ষ থেকে ভোটের ফল প্রত্যাখ্যান করে বলা হয়েছে, তাদের ভোটার ও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।
আমু বলেন, ‘ভরাডুবি’ বুঝতে পেরেই বিএনপি ভোট কেন্দ্রে অনুপস্থিত ছিল।
“বিএনপি থেকে অনেক কথা বলা হয়েছে। তারাই বলেছিল, ভোটের দিন পর্যন্ত তারা সবকিছু দেখবে, তারা ভোট কেন্দ্র পাহারা দেবে। কিন্তু আজকে তাদের দেখা যায়নি। তার মানে, তারা তাদের ওই অভিযোগগুলো প্রমাণ করতে পারবেন না বলেই তারা আত্নগোপন করেছেন। তারা তাদের ভরাডুবি বুঝতে পেরেই তাদের স্বপক্ষে কিছু যুক্তি ধারণের জন্যই আজকে তারা ভোট কেন্দ্রে অনুপস্থিত ছিল।”
তিনি বলেন, “আজকে যারা গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি ষড়যন্ত্র করছে, গণতান্ত্রিক ধারাকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে তাদের বিষয়ে জনগণকে অবশ্যই সতর্ক থাকতে হবে।”
এবার সিটি ভোটে ভোটের হার কম হওয়ার বিষয়টি নিয়ে আমু বলেন, “ভোটের হার খুব সম্ভব ৩০ শতাংশের বেশি হবে না। এটা আমার ধারণা।”
ঢাকা মহানগরে সব ধরনের গাড়ি চলাচল নিষেধাজ্ঞা থাকাকে ভোটারের কম উপস্থিতির একটি কারণ বলে মনে করছেন তিনি।
আমু বলেন, “আজকে ঢাকা শহরে যানবাহন অনেক কম ছিল। আমি তো হাসতে হাসতে বলছিলাম, কারফিউ হলেও এমন অবস্থা হয় না। অনেক কম রিকশা চলাচল করেছিল।
“অনেক ভোটার যারা ঢাকায় থাকেন কিন্তু মফস্বলে চলে গেছেন; অনেকে আসতে পারেননি। অনেকের অনেক অসুবিধা ছিল। অনেকে অসুস্থ্যসহ অনেক কারণে ভোট কেন্দ্রে যেতে পারেননি।”
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফর হোসেন পল্টু, দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত আব্দুল্লাহ, মোস্তফা জালাল মহিউদ্দিন, মুকুল বোস উপস্থিত ছিলেন।
-
ইলিয়াসকে নিয়ে বক্তব্য: মির্জা আব্বাসের ‘ব্যাখ্যা চায়’ বিএনপি
-
হেফাজতের দায়িত্ব তো আওয়ামী লীগই নিয়েছে: ফখরুল
-
তালিকাটা দিন, তাদের নিয়ে জেলে চলে যাই: বাবুনগরী
-
হেফাজতের আরেক নেতা গ্রেপ্তার
-
‘ভোগের সংস্কৃতি’ থেকে বেরিয়ে আসতে হবে, বললেন হাছান মাহমুদ
-
মতিন খসরুর আসন শূন্য ঘোষণা
-
কৃষকের ধান কেটে দিচ্ছে কৃষক লীগ
-
হেফাজতের আরও ২ নেতা গ্রেপ্তার
সর্বাধিক পঠিত
- ৫১৪ বল আর সেরা জুটিতে রেকর্ড বইয়ে শান্ত-মুমিনুল
- ‘অর্থ সহযোগিতা’ চায় হাটহাজারী মাদ্রাসা
- মেসির জোড়া গোলে শিরোপা ভাগ্য বার্সার হাতেই
- তালিকাটা দিন, তাদের নিয়ে জেলে চলে যাই: বাবুনগরী
- কোভিড-১৯: ভারতে দৈনিক শনাক্তের বিশ্ব রেকর্ড
- টপ অর্ডারের এমন ছবি ১৮ বছর পর
- ব্রাজিলের গ্রুপে জার্মানি, আর্জেন্টিনার সঙ্গী স্পেন
- বারবার ঢেউ সামলানো সম্ভব না: স্বাস্থ্যমন্ত্রী
- তিন নম্বরের পর পাকিস্তানের সব টেল এন্ডার!
- মর্গ্যানের ১২ লাখ রুপি জরিমানা