শুক্রবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়েসাংবাদিকদের প্রশ্নের জবাবে এ প্রতিক্রিয়া জানান তিনি।
হানিফ বলেন, “সিটি কর্পোরেশন নির্বাচন স্থানীয় নির্বাচন। এইনির্বাচন নিয়ে বিদেশি কুটনীতিকরা যে তৎপরতা শুরু করেছে, তা নজিরবিহীন অপতৎপরতা। এটাঅত্যন্ত দুঃখজনক।
“কারণ বাংলাদেশ একটা স্বাধীন স্বার্বভৌম রাষ্ট্র। সেই রাষ্ট্রেবিদেশি কোনো কূটনীতিক স্থানীয় নির্বাচনে এই ধরনের দৌড়ঝাপ করে- এটা আসলে অবিশ্বাস্যব্যাপার। এটা গোটা জাতিকে হতাশ করেছে এবং ব্যাথিত করেছে।
“…তারা আমাদেরউন্নয়ন সহযোগী হিসেবে আমাদের পাশে থেকে সহযোগিতা করবে। কিন্তু দেশের অভ্যন্তরীণরাজনীতি নিয়ে যদি এই ধরনের দৌড়ঝাপ জাতি আসলে প্রত্যাশা করে না। আশা করি, সীমারমধ্যে থেকে তারা কথাবার্তা চিন্তা-চেতনা তুলে ধরবেন।”
নির্বাচনকে বিতর্কিত করতে বিএনপি ‘ষড়যন্ত্র করছে’ অভিযোগ করেআওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সব ধরনের অপচেষ্টা নস্যাৎ করে দিয়েনির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর হবে।
“বিএনপি যতই চেষ্টা করুক, ষড়যন্ত্র করুক, সারা দেশ থেকে সন্ত্রাসীআসুক না কেন আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে। আগামীকালের নির্বাচন অবাধসুষ্ঠু ও উৎসবমুখর হবে। নির্ভয়ে জনগণ ভোট দিতে পারবে।”
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস এ সময় উপস্থিত ছিলেন।