আগুনে পুড়ল তাপসের নির্বাচনী ক্যাম্প

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপসের একটি নির্বাচনী ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2020, 09:11 AM
Updated : 28 Jan 2020, 09:11 AM

মঙ্গলবার গভীর রাতে ৬১ নম্বর ওয়ার্ডের দনিয়া বাজারের ‘মায়ের দোয়া’ হোটেলের সামনে তাপসের অস্থায়ী ক্যাম্পটিতে আগুন লাগে।

স্থানীয়রা জানিয়েছেন, ওই ক্যাম্পে সারাদিনই ফজলে নূর তাপস এবং সংশ্লিষ্ট এলাকার সাধারণ ও ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরের কর্মী-সমর্থকদের ভিড় থা‌কে।

সোমবার সন্ধ্যা থে‌কে রাত অব‌ধিও নেতাকর্মী‌রা ছিলেন। মঙ্গলবার সকালে সমর্থকরা এসে ক্যাম্পটি পোড়া দেখতে পান।

আগুনে ক্যাম্পের শামিয়ানা পুড়ে গেলেও আসবাবপত্র অক্ষত আছে।

ওই এলাকায় তাপসের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আহ্সান বিন বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ব‌লেন, “ক্যাম্প পুড়িয়ে দেয়ার ঘটনায় আমরা স্তম্ভিত।

“শেখ ফজ‌লে নূর তাপ‌সের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ এই ঘটনা ঘটিয়েছে বলে আমরা আশঙ্কা করছি। বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। আশা করছি প্রশাসন দুর্বৃত্তদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে।”