স্বামীর শোক কাটিয়ে ছেলের পক্ষে ভোটের মাঠে খোকাপত্নী

স্বামী হারানোর শোক কাটিয়ে ছেলের পক্ষে ভোটের প্রচারে নেমেছেন ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার স্ত্রী ইসমত আরা খোকা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2020, 10:43 AM
Updated : 27 Jan 2020, 10:47 AM

সোমবার বেলা ১২টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের লিফলেট নিয়ে নয়া পল্টনের পলওয়েল মার্কেটে ভোট চাইতে নামেন।

ছোট ছেলে ইশফাক হোসেন, বিএনপি নেত্রী শিরিন সুলতানা ও ফরিদা ইয়াসমীনসহ মহিলা দলের কয়েকজন কর্মী এসময় তার সঙ্গে ছিলেন।

লিফলেট হাতে দিয়ে এক নারীকে ইসমত বলেন, “আমার ছেলের জন্য ভোট চাইতে এসেছি। ওর জন্য দোয়া করবেন। আপনাদের দোয়াই এখন তার একমাত্র সম্ভব।”

মহিলা দলের কর্মীরা ‘খালেদা জিয়ার সালাম নিন, ইশরাক ভাইকে ভোট দিন, ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের’ ইত্যাদি শ্লোগান দিতে থাকেন।

গত বছরের ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির ভাইস চেয়ারম্যান খোকা। অসুস্থ স্বামীর সাথে নিউ ইয়র্কেই ছিলেন ইসমত আরা।

মৃত্যুর পর স্বামীর মরদেহ নিয়ে ঢাকায় ফেরার পরে এই প্রথম খোকাপত্নীকে জনসমক্ষে দেখা গেল। মেয়র পদে স্বামীর জন্য ভোট চাইতে নামার ১৭ বছর পর এবার ছেলের পক্ষে ভোটের প্রচারে নামলেন ইসমত। 

আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হবে।

এই নির্বাচনে মেয়র পদে ঢাকা দক্ষিণে খোকার বড় ছেলে ইশরাক এবং উত্তরে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছোট ছেলে তাবিথ আউয়ালকে মনোনয়ন দিয়েছে বিএনপি।