উন্নয়নের নামে ঢাকাকে ইট-কনক্রিটের জঙ্গল করা হচ্ছে: রিজভী

আওয়ামী লীগ সরকারের নেওয়া উন্নয়ন কর্মকাণ্ডের সমালোচনা করে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, উন্নয়নের নামে সরকার ঢাকাকে ‘ইট কনক্রিটের জঙ্গলে’ পরিণত করছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2020, 02:54 PM
Updated : 26 Jan 2020, 02:54 PM

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে ধানের শীষের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী জনসভায় যোগ দিয়ে একথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, “উন্নয়নের নামে শেখ হাসিনার উপহার হচ্ছে  ধুলা, ধুলা আর ধুলা। গোটা জনগণকে অ্যাজমা আর ফুসফুসের রোগে আক্রান্ত করে মারছে।”

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, “এমন উন্নয়ন নয়, আগে দরকার রাজনৈতিক উন্নয়ন। গণতন্ত্র হচ্ছে সভ্যতার প্রতীক, অগ্রগতির প্রতীক। আপনি সেই সভ্যতা, অগ্রগতিকে কারাগারে বন্দি করে কয়েকটি বিল্ডিং তুলে উন্নয়ন করে ফেলবেন সেটি হবে না।”

তাবিথ ও বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে  রুহুল কবির রিজভী বলেন, “সেখান থেকে একটি স্বাস্থ্যকর পরিবেশ উপহার দেবে তাবিথ আউয়াল।

“তার অভিজ্ঞতা আছে, সুরুচি আর আধুনিকতা আছে। একটি ছেলে যখন তার অন্তর দিয়ে নগরকে চেনে, তার নেতৃত্বে এ নগর তিলোত্তমারূপে সুসজ্জিত হবে।”

ভোটে ‘জালিয়াতি’ করতেই ইভিএম ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

রিজভী বলেন, “আমরা জানি, এ নির্বাচনে অনেক শৃঙ্খল, অনেক বাধা আসবে। ইভিএমের নামে একটি জাদুর বাক্স তৈরি করা হয়েছে। সেই জাদুর বাক্স হল জালিয়াতির মহাপ্রতীক।”

এরপরেও বিএনপির দুই মেয়রপ্রার্থী নির্বাচনের ‘শেষ পর্যন্ত থাকবেন’ বলে জানান তিনি।