ঢাকা উত্তরে বিএনপির কাউন্সিলর প্রার্থীর প্রচারে হামলার অভিযোগ

ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত একজন কাউন্সিলর প্রার্থীর প্রচারে তার ছেলেসহ দুজন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2020, 04:44 PM
Updated : 24 Jan 2020, 04:48 PM

বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী আলী আকবর

৪৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী আলী আকবর আলী এই হামলার জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের দায়ী করেছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যার দিকে দক্ষিণ খান বাজারের কাছে প্রচারের শেষ দিকে স্থানীয় আওয়ামী লীগের একদল নেতাকর্মী এই হামলা চালায়। এতে তার ছেলে এজাজ হোসেন ও কর্মী সুজন মোল্লা আহত হন।

তারা দুজন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে।

তার প্রচারে ব্যবহৃত মাইকের লোকজনকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন টিফিন ক্যারিয়ার প্রতীকের প্রার্থী আলী আকবর।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর  ডটকমকে বলেন, “ঘটনার পরই প্রার্থীর পক্ষ থেকে মোবাইলে আমাকে বিষয়টি অবহিত করেছে। সঙ্গে সঙ্গে বিষয়টি খতিয়ে দেখতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলেছি।”

শনিবার এ বিষয়ে প্রতিবেদন পাবেন জানিয়ে তিনি বলেন, “আচরণবিধি লংঘনের প্রমাণ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”