নির্বাচন বিতর্কিত করাই বিএনপির লক্ষ্য: কাদের

নির্বাচনে ‘পরাজয় বুঝতে পেরে’ একে ‘বিতর্কিত’ করাই এখন বিএনপির মূল উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2020, 03:18 PM
Updated : 19 Jan 2020, 03:18 PM

রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বিষয়ে কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনের (ইসি) ‘অযোগ্যতার’ কারণেই ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের তারিখ নিয়ে সঙ্কট তৈরি হয়েছে বলে এদিন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তার ওই মন্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে সেতুমন্ত্রী কাদের ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন,“এসব আচারণ-কথাবার্তায় একটি বিষয় ক্রমেই দিবালোকের মত স্পষ্ট হয়ে যাচ্ছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করছে লোক দেখানো অংশগ্রহণ। তাদের নির্বাচনে জেতার টার্গেটের চেয়ে বড় লক্ষ্য হচ্ছে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করা।”

নির্বাচন কমিশন ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটির নির্বাচন করার প্রস্তুতি নিলেও ওইদিন সরস্বতী পূজা থাকায় তারিখ পরিবর্তনের দাবি ওঠে। নির্বাচন কমিশন প্রথমে নিজেদের অবস্থানে অনড় থাকলেও সমালোচনার মধ্যে পরে ভোট পিছিয়ে ১ ফেব্রুয়ারি নতুন তারিখ রাখতে বাধ্য হয়। 

এবার ঢাকার দুই সিটির ভোট হবে ইভিএমে, যা নিয়েও আপত্তি জানিয়ে আসছে বিএনপি। ইভিএমকে ‘ভোট ডাকাতির যন্ত্র’ আখ্যায়িত করে আসছেন দলটির নেতারা।

এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, “তাদের নির্বাচনে জেতার কোনো লক্ষণ নেই। পরাজয় নিশ্চিত জেনে তারা আবোল-তাবোল বলছে। কখনো নির্বাচন কমিশনকে, কখনো ইভিএম নিয়ে, কখনো সরকারের ভূমিকা নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য রেখে যাচ্ছে।”

বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূতের নেতৃত্বে এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে ওবায়দুল কাদের এই সংবাদ সম্মেলনে আসেন। 

ওই বৈঠকের ব্ষিয়ে সেতুমন্ত্রী কাদের বলেন, “এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও এমআরটি লাইন-৬ এর দুটি প্যাকেজ থাইল্যান্ডের একটি কোম্পানি ইতাল-থাই করছে; এর অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে।”

ওই দুই প্রকল্পে ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের তহবিল নিয়ে সঙ্কট রয়েছে কিনা সে প্রশ্নে কাদের বলেন, “দুটি প্রকল্পে তাদের কাজের গতি ভালো। ফান্ডের বিষয় তাদের ইন্টারনাল ব্যাপার। তাদের একটি প্রতিনিধিদল আগামী মঙ্গলবার ঢাকা আসছে।”

এর মধ্যে অবকাঠামো উন্নয়নে মিয়ানমারের সঙ্গে এক ডজনের বেশি চুক্তি করেছে এশিয়ার প্রভাবশালী দেশ চীন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শনিবার এসব চুক্তি করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, “চীনের সাথে মিয়ানমারের পারস্পারিক স্বার্থ নিয়ে সমঝোতা হতে পারে, তাদের বিনিয়োগ আছে, এতে আমাদের স্বার্থ ক্ষুণ্ন করার মত কোনো বিষয় দেখছি না।”