ঢাকা দূষণে বাড়তি করের সঙ্গে শাস্তির বিধান করব: রুবেল

মেয়র নির্বাচিত হলে রাজধানী দূষণে বাড়তি করের সঙ্গে কঠোর শাস্তির বিধান করতে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মেয়রপ্রার্থী আহম্মেদ সাজেদুল হক রুবেল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2020, 01:03 PM
Updated : 19 Jan 2020, 01:03 PM

তিনি বলেছেন, “অসহনীয় যানজট, জলাবদ্ধতা, ত্রুটিপূর্ণ পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সমাধান নেই। বর্জ্য নিষ্কাশনেও চরম ব্যর্থ। মশা মারার ভুল উদ্যোগে কোটি কোটি টাকা অপচয় করেছে।

“এ অবস্থা থেকে ঢাকাবাসীকে মুক্ত করতে আমরা পরিকল্পিতভাবে এগোব। আমার স্বপ্ন পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলা।”

রোববার রাজধানীর কাফরুল, মিপুরের সেনপাড়া, কাজীপাড়া, শেওড়াপাড়া, কচুক্ষেত এলাকায় গণসংযোগের সময় তিনি ভোটারদের এই প্রতিশ্রুতি দেন বলে সিপিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রুবেল বলেন, “মেয়র নির্বাচিত হলে রাজধানীকে নানাভাবে দূষিত করলে অধিক মাত্রায় কর ধার্য করার পাশাপাশি কঠোর শাস্তির বিধান করব।”

যারা খাদ্যে ভেজাল দেবে তাদের ‘দৃষ্টান্তমূলক’ শাস্তি দেওয়া হবে বলেও সাধারণ ভোটারদের কাছে প্রতিশ্রুতি দেন তিনি।

রুবেলের ভোটের প্রচারে যোগ দিয়ে পথসভায় বক্তব্য রাখেন সিপিবির সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, কেন্দ্রীয় নেতা আসলাম খান, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, সাবেক ছাত্রনেতা তারিক হোসেন মিঠুল, রোমান হায়দার, মোফাজ্জল হোসেন লস্কর, সিপিবির মিরপুর থানার সভাপতি রিয়াজ উদ্দিন, ১৪ নম্বর ওয়ার্ড সভাপতি আলী কাওসার মামুন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আজীম, ১৫ নম্বর ওয়ার্ড সম্পাদক গৌতম রায়, মীর্জা রাসেদ সামী তানজিল।

আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে রুবেল লড়বেন সিপিবির দলীয় প্রতীক কাস্তে নিয়ে।