দূষণ মুক্ত ঢাকার জন্য চাই জনজাগরণ: রুবেল

দূষণমুক্ত ঢাকা গড়ার জন্য জনজাগরণের প্রত্যাশা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে সিপিবির মেয়র প্রার্থী সাজেদুল হক রুবেল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2020, 05:02 PM
Updated : 16 Jan 2020, 05:02 PM

তিনি বলেছেন, “জনগণের জাগরণই পারে দূষণ ও দূষণকারী মুক্ত ঢাকা নগর গড়তে।”

বৃহস্পতিবার উত্তরা-দক্ষিণখান এলাকায় গণসংযোগের সময় একথা বলে বাম এই নেতা।

রুবেল বলেন, মেয়র নির্বাচিত হলে নগর সরকার প্রতিষ্ঠাই হবে তার ‘মূল লক্ষ্য’।

সুষম উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “আজ সবার জন্য প্রয়োজন নিরাপদ, কর্মসংস্থানবান্ধব ও  সমতাভিত্তিক ঢাকা।

“আর এসব কাজে মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে অফিসকেন্দ্রিক মেয়র কার্যক্রম পরিবর্তন করে ওয়ার্ড ও মহল্লাভিত্তিক জনমণ্ডলী নির্ভর কার্যক্রম পরিচালনা করা হবে।”

সকাল থেকে উত্তরায় গণসংযোগে রুবেলের সঙ্গে ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় কমিটির সদস্য লুনা নূর, কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রমিক নেতা রুহুল আমিন, সিপিবি উত্তরা শাখার সম্পাদক জয়নাল আবেদীন, যুব ইউনিয়ন নেতা শরিফুল আনোয়ার সজ্জন।

রিলেটেড