ফেব্রুয়ারির শেষে জাসদের কেন্দ্রীয় কাউন্সিল

হাসানুল হক ইনু নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2020, 06:27 PM
Updated : 14 Jan 2020, 06:27 PM

২৮ ফেব্রুয়ারি বিকালে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে কাউন্সিল উদ্বোধন করবেন দলের সভাপতি ইনু।

মঙ্গলবার রাজধানীতে জাসদ কেন্দ্রীয় কার্যালয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে দলের কাউন্সিল সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে দলের ইনুর সঙ্গে সাধারণ সম্পাদক শিরীন আখতারসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

জাসদ জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে নির্ধারিত কাউন্সিলরা ছাড়াও দেশের সব জেলা-উপজেলা থেকে কয়েক হাজার নেতা-কর্মী ও আমন্ত্রিত অতিথি অংশগ্রহণ করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে রুদ্ধদ্বার কক্ষে মূল কাউন্সিল অধিবেশন বসবে।

কাউন্সিলের দ্বিতীয় পর্বে কাউন্সিলররা পরবর্তী তিন বছরের জন্য জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করবেন।

কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যকরী কমিটি, স্থায়ী কমিটি, উপদেষ্টামন্ডলী চূড়ান্তভাবে নির্বাচিত হবে।

দলের সহ-সভাপতি মীর হোসাইন আখতারকে আহ্বায়ক এবং সহ-সভাপতি শহীদুল ইসলাম ও নারী বিষয়ক সম্পাদক উম্মে হাসান ঝলমলকে যুগ্ম আহ্বায়ক করে কাউন্সিল প্রস্তুতি পরিষদ ও বেশ কয়েকটি উপ-পরিষদ গঠন করা হয়েছে।