তাবিথের অভিযোগের সত্যতা মেলেনি: রিটার্নিং কর্মকর্তা

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের বিরুদ্ধে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের অভিযোগের সত্যতা মেলেনি বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2020, 07:17 PM
Updated : 7 Jan 2020, 07:17 PM

প্রতীকে বরাদ্দের আগে ৪ জানুয়ারি গুলশানে প্রচার চালিয়েছেন আতিক, ছবিসহ এমন অভিযোগ করেছিলেন বিএনপি প্রার্থী।

এর পরিপ্রেক্ষিতে উত্তরের রিটার্নিং কর্মকর্তা সংশ্লিষ্ট এলাকায় দায়িত্বরত নির্বাহী হাকিমকে ঘটনাটি তদন্ত করতে নির্দেশ দেন।

মঙ্গলবার প্রতিবেদন পেলে রিটার্নিং কর্মকর্তা বলেন, “শনিবার গুলশান পার্ক এলাকায় ৯টা পর্যন্ত মিছিল-মিটিং সংগঠিত হয়নি। চারজন ব্যক্তির লিখিত বক্তব্যও নেওয়া হয়েছে। ফলে তাবিথ আউয়ালের অভিযোগটি সত্য নয় মর্মে প্রমাণিত হয়েছে।”

অবশ্য রোববার দেওয়া তাবিথ আউয়ালের অভিযোগে কারণ দর্শানো নোটিস দেওয়া হয়েছে আতিককে।

ওই দিন সকালে আচরণবিধি লঙ্ঘন করে উত্তরায় আওয়ামী লীগের প্রার্থী আতিকের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করা হয়। স্থানীয় সংসদ সদস্য সাহারা খাতুন ওই ক্যাম্প উদ্বোধন করেন।

৩০ জানুয়ারি ভোটের আগে প্রতীক পেয়ে প্রার্থীরা প্রচারে নামতে পারবেন ১০ জানুয়ারি থেকে।