এরশাদকে ছেড়ে যাওয়া ফজলে রাব্বীর ছেলের জাপায় যোগদান

জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন দলটি ছেড়ে যাওয়া টি আই এম ফজলে রাব্বী চৌধুরীর ছেলে মইনুর রাব্বী চৌধুরী রুমান।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Jan 2020, 03:12 PM
Updated : 1 Jan 2020, 03:33 PM

জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর দিন বুধবার দুপুরে দলের চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরার বাড়িতে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিন ‘সমাজসেবক’ মামুনুর রশীদ চৌধুরী রুবেলও জাতীয় পার্টিতে যোগ দেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাকালীন সদস্য টি আই এম ফজলে রাব্বী ২০১৪ সালে এরশাদের দল ছেড়ে যোগ দেন কাজী জাফর আহমেদের জাতীয় পার্টিতে।

দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে শরিক হয়ে নির্বাচনে অংশ নিলে তার ঘোর বিরোধিতায় আলাদা দল গড়েন কাজী জাফর ও ফজলে রাব্বী। পরে তারা যোগ দেন বিএনপির জোটে।

২০১৫ সালে কাজী জাফর মারা গেলে ফজলে রাব্বী জাতীয় পার্টির (জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ছিলেন। ২০১৮ সালের ২০ ডিসেম্বর তিনি মারা যান।

এরশাদের রাজনৈতিক উপদেষ্টা টি আই এম ফজলে রাব্বী ১৯৮৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত ছয়বার সাংসদ নির্বাচিত হয়েছিলেন। এরশাদ সরকারে ফজলে রাব্বী ভূমিমন্ত্রী, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী ও সংস্থাপনমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলে।