চট্টগ্রাম-৮ এ বাবলুকে মহাজোটের প্রার্থী হিসেবে চায় জাপা

চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী জিয়াউদ্দিন আহমেদ বাবলু মহাজোটের প্রার্থী থাকবেন বলে আশা করছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2019, 02:23 PM
Updated : 11 Dec 2019, 02:23 PM

জাসদ নেতা মইন উদ্দিন খান বাদলের মৃত্যুতে শূন্য এই আসনে উপনির্বাচনে জাতীয় পার্টি দলীয় প্রার্থী হিসেবে বাবলুর নাম ঘোষণা করেছে।

বুধবার ঢাকার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই ঘোষণা দেন কাদের।

এসময় তিনি বলেন, “চট্টগ্রাম-৮ আসন মহাজোটগতভাবে হবে কি না, তা আলাপ-আলোচনার মাধ্যমে নির্ধারণ হবে। আমরা আশাবাদী জাতীয় পার্টি প্রার্থী মহাজোট প্রার্থী হিসেবেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।”

আওয়ামী লীগ চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে মনোনয়ন দিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদকে। জাসদও আলাদা প্রার্থী ঘোষণা করেছে।

এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর তার আসনে জাতীয় পার্টিকে ছাড় দিয়েছিল আওয়ামী লীগ। তবে জাসদের আসনটি কাউকে ছাড়বে কি না, তা এখনও স্পষ্ট নয়।