চট্টগ্রাম-৮ উপ-নির্বাচনে জাপার প্রার্থী জিয়াউদ্দিন বাবলু

নির্বাচন কমিশন চট্টগ্রাম-৮ আসনে উপ-নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতেই নিজেদের প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2019, 06:53 PM
Updated : 1 Dec 2019, 06:53 PM

দলের চেয়ারম্যান জি এম কাদের ঘোষণা দিয়েছেন, এ উপনির্বাচনে লাঙ্গলের প্রার্থী হবেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

ফাইল ছবি

রোববার দুপুরে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের সভাপতিমণ্ডলীর সদস্যদের জরুরি বৈঠকে তিনি এ ঘোষণা দেন বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গত ৭ নভেম্বর জাসদের (একাংশ) মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুর পর শূন্য হওয়া এ আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী বছরের ১৩ জানুয়ারি।

বাবলু আ‌গে চট্টগ্রাম-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও এবার অন্য আসনে প্রার্থী হওয়ার বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার এত দিনের নির্বাচনী আসনের পাশেই চট্টগ্রাম-৮। এ আসনটিতে এবার আমি প্রতিদ্বন্দ্বিতা করব। আর কিছু দিন পরে আমার নির্বাচনী প্রচারণাও শুরু হবে।”

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে মহাজোটের কাছ থেকে চট্টগ্রাম-৮ আসনটি এককভাবে না পাওয়ায় জাতীয় পার্টি বাবলুকে কক্সবাজার-১ আসন থেকে মনোনয়ন দিয়েছিল। পরে বাবলু ওই আসন থেকে নির্বাচন করেননি।

জাপার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববারের জরুরি সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন দলের শীর্ষ নেতারা।

সভায় রওশন এরশাদের অনুসারী বলে পরিচিতি দুই সাংসদ ফখরুল ইমাম, মুজিবুল হক চুন্নু উপস্থিত ছিলেন।

অন্যদের  মধ্যে ছিলেন মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ, কাজী ফিরোজ রশীদ,জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, হাফিজ উদ্দিন আহমেদ, নাজমা আখতার, গোলাম কিবরিয়া টিপু, সালমা ইসলাম, রানা মোহাম্মদ সোহেল, রওশন আরা মান্নান, শরিফুল ইসলাম জিন্নাহ, লিয়াকত হোসেন খোকা, আহসান আদেলুর রহমান, নুরুল ইসলাম তালুকদার, পনির উদ্দিন আহমেদ।