
নৈরাজ্য হলে আওয়ামী লীগও প্রস্তুত: বিএনপিকে কাদের
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Dec 2019 09:52 PM BdST Updated: 01 Dec 2019 10:13 PM BdST
আন্দোলনের নামে ‘নৈরাজ্য’ সৃষ্টি করলে তার কঠোর জবাব দিতে আওয়ামী লীগ ’প্রস্তুত’ রয়েছে বলে বিএনপিকে হুঁশিয়ার করেছেন ওবায়দুল কাদের।
রোববার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ২১তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত মঞ্চ ও সাজসজ্জা কমিটির সভায় বক্তব্যে এ হুঁশিয়ারি দেন দলটির সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের বলেন, “আন্দোলনের নামে যদি তারা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে তাহলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। আমরা প্রস্তুত আছি; এর জন্য যখন যা প্রয়োজন সেটা করা হবে।”
তিনি বলেন, “বিএনপি যদি রাজনৈতিকভাবে আন্দোলন করে, তাহলে আমরা তা রাজনৈতিকভাবেই মোকাবেলা করবো। কিন্তু তারা যদি আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে তাহলে সমুচিৎ জবাব দেওয়া হবে।"
সরকারের সমালোচনায় ফখরুলের ‘ক্ষমতাসীনরা টাকা বানানোর রোগে আক্রান্ত’ মন্তব্যের পাল্টায় ওবায়দুল কাদের বলেন, "ক্ষমতায় থাকাকালীন সময়ে বিএনপি হাওয়া ভবন সৃষ্টি করে টাকা বানানোর পাওয়ার সেন্টার সৃষ্টি করেছিল।
“আওয়ামী লীগ সরকার কিন্তু টাকা বানানোর কোনো পাওয়ার সেন্টার সৃষ্টি করেনি। আমাদের কোনো পাওয়ার সেন্টার নেই ৷”
দুর্নীতির বিরুদ্ধে অভিযান নিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ ঘর থেকে শুদ্ধি অভিযান শুরু করেছেন।এই অভিযানের প্রতি আমাদের সমর্থন আছে. আমরা শেখ হাসিনার সঙ্গে আছি ৷"
‘সাদামাটা’ সম্মেলন
২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন ‘সাদামাটাভাবে’ হবে বলে জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, "আগামী বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। ৮ ডিসেম্বর থেকে কাউন্টডাউন শুরু হবে।
“তাই এবারে সম্মেলন সাদামাটাভাবে করা হবে। আমরা দলকে সংগঠিত ও শক্তিশালী করে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে ৷ সেভাবে সবাইকে প্রস্তুত থাকতে হবে৷"
সভায় সজ্জা উপ-কমিটির পক্ষ থেকে বলা হয়, আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন সফল করার লক্ষে আগামীকাল থেকে মঞ্চ ও সাজসজ্জা কমিটি কাজ শুরু করবে এবং ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে।
সম্মেলন স্থল পরিদর্শনের জন্য পরে ৪ দিন অর্থ্যাৎ ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

বিএনপি ‘দুর্নীতি-ধর্ষণ-সন্ত্রাসের রোল মডেল’
বিএনপি মহাসচিবের কথা জবাবে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, দুর্নীতি-ধর্ষণ-সন্ত্রাসের রোল মডেল হিসেবে বিএনপিই পরিচিত।
রোববার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সভাশেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
হাছান মাহমুদ বলেন, “বিএনপির নেতৃত্বে বাংলাদেশ পরপর পাঁচবার বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। বেগম জিয়া নিজে কালো টাকা সাদা করেছেন এবং এতিমের টাকা আত্মসাৎ করার অপরাধে সাজা ভোগ করছেন। তার পুত্র কোকো'র পাচার করা অর্থ দেশে ফেরত আনা হয়েছে এবং তাদের দুর্নীতির বিষয়ে এফবিআই এসে সাক্ষ্য দিয়ে গেছে।
“আর যদি সন্ত্রাসের কথা বলেন, তবে, ২০১৩-১৪-১৫ সালে বিএনপি জনগণের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষকে পুড়িয়ে হত্যাসহ যে সন্ত্রাস পরিচালনা করেছে, তা বিশ্ব রাজনীতিতে নজীরবিহীন। বিএনপি রাষ্ট্রীয় সন্ত্রাস করে প্রকাশ্য দিবালোকে গ্রেনেড হামলায় তারা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে, আওয়ামী লীগ নেতাকর্মীসহ সাধারণ মানুষদের হতাহত করেছে। শাহ এএমএস কিবরিয়া, আহসানউল্লাহ মাস্টারকে হত্যা করেছে।
“এই বিএনপিই আওয়ামী লীগকে ভোট দেওয়ার অপরাধে পাঁচ বছরের শিশু, বার বছরের কিশোরীকে ধর্ষণ করেছে। প্রকৃতপক্ষে বিএনপিই এদেশে দুর্নীতি-ধর্ষণ-সন্ত্রাসের রোল মডেল।”
প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠির জবাব না পেয়ে বিএনপির তথ্য অধিকার আইনের আশ্রয় নেওয়ার হুমকিকে ‘নাটক’ বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
“ভারত সফরে স্বাক্ষরিত সমঝোতা স্মারকসহ সফরের সব বিষয় মাননীয় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে, সংসদে এবং প্রথানুযায়ী মহামান্য রাষ্ট্রপতিকে পূর্বেই অবহিত করেছেন। এরপরও এমন চিঠি দেওয়া বা অনর্থক তথ্য অধিকারের কথা বলা রাজনৈতিক নাটক ছাড়া কিছু নয়।”
সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের বিচারের রায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, “দ্রুত বিচারের এ রায় সড়ক দুর্ঘটনা রোধে সহায়ক হবে।”
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সভাপতি এইচ টি ইমাম বলেন,“ অত্যন্ত কর্মতৎপর ও তারকাখচিত আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটি দলের জন্য অনন্য ভূমিকা রেখে চলেছে। সকল গণমাধ্যম আমাদের সাথে থাকবেন বলে আমরা আশা করি।”
এইচ টি ইমামের সভাপতিত্বে এই সভায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, সংসদ সদস্য শেখ তন্ময়, আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- সামাজিক-রাজনৈতিক দুর্নীতিই বড় দুর্নীতি: ফখরুল
- খালেদার সাথে ‘দুর্ব্যবহার’ হচ্ছে: রিজভী
- ৭ দাবিতে মহাসমাবেশের ঘোষণা মুক্তিযোদ্ধা লীগের
- নারী প্রতিনিধিত্ব: এক বছরের মধ্যে ৩৩% পূরণ হবে কী
- নেতৃত্ব সংকটে বিলীন হতে পারে বিএনপি: জি এম কাদের
- চট্টগ্রাম উত্তর জেলা আ. লীগের নেতৃত্বে সালাম-আতাউর
- নিজেদের অতীত কি তারা দেখেন, প্রশ্ন ফখরুলের
সর্বাধিক পঠিত
- ইলিয়াস কাঞ্চনের ‘মুখোশ’ খুলবেন শাজাহান খান
- ইন্টারনেট থেকে মিথিলা-ফাহমির ছবি সরানোর নির্দেশ
- ক্যারিবিয়ান ঝড়ে উড়ে গেল ভারত
- পর্দা উঠল বঙ্গবন্ধু বিপিএলের
- এসএ গেমস: শ্রীলঙ্কার কাছে পাত্তাই পেল না সাইফ-আফিফরা
- এসএ গেমস: রুদ্ধশ্বাস ফাইনালে বাংলাদেশের মেয়েদের সোনা জয়
- বিয়ের পিঁড়ি থেকে পালানো ইতি এখন সোনাজয়ী
- পাকিস্তানে দিবা-রাত্রি টেস্ট খেলতে বাংলাদেশকে প্রস্তাব
- রুম্পা হত্যামামলায় বন্ধু সৈকত রিমান্ডে
- সালমান-ক্যাটরিনা ঢাকার মঞ্চে উঠবেন রাতে