
ঢাকা উত্তর আ'লীগের নেতৃত্বে বজলু-কচি, দক্ষিণে মান্নাফি- হুমায়ুন
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Nov 2019 05:32 PM BdST Updated: 30 Nov 2019 06:02 PM BdST
-
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে শনিবার সকাল থেকেই নেতাকর্মীরা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হন। ছবি: আসিফ মাহমুদ অভি
-
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি
-
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহাম্মদ মোহাম্মদ মান্নাফি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির
ক্ষমতাসীন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দুই শাখা ঢাকা মহানগর উত্তরের সভাপতির দায়িত্ব পেয়েছেন শেখ বজলুর রহমান, আর দক্ষিণে আবু আহাম্মদ মোহাম্মদ মান্নাফি।
উত্তরের কমিটিতে সাধারণ সম্পাদক হয়েছেন এস এম মান্নান কচি; দক্ষিণে এ পদ পেয়েছেন হুমায়ুন কবির।
শনিবার বিকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তর ও দক্ষিণের কাউন্সিলে নতুন নেতাদের নাম ঘোষণা করেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
উত্তরের নতুন সভাপতি বজলুর গত কমিটির সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদক কচি যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
দক্ষিণের সভাপতি মান্নাফি এবং সাধারণ সম্পাদক হুামায়ুন কবির দুজনেই গত কমিটিতে সহ-সভাপতি ছিলেন।
দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলনের উদ্বোধন করেন।
এই সম্মেলন থেকেই আগামী তিন বছরের জন্য নগর আওয়ামী লীগের নতুন নেতৃত্ব বেছে নেওয়া হল, যাদের ওপর দলের ভাবমূর্তি পুনরুদ্ধারের ভারও থাকবে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহাম্মদ মোহাম্মদ মান্নাফি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির
নতুন কমিটি ঘোষণার সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ঢাকা মহানগর উত্তরে সভাপতি পদে ৮ জন এবং সাধারণ সম্পাদক পদে ৯ জনের নাম প্রস্তাব করা হয়েছিল। আর দক্ষিণে সভাপতি পদে ১০ জন ও সাধারণ সম্পাদক পদে ১৩ জনের নাম এসেছিল।
“আমরা সমঝোতার জন্য তাদেরকে ১০ মিনিট সময় দিয়েছি। কিন্তু সমঝোতা না হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রীর নির্দেশে ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি এবং দক্ষিণে সভাপতি আবু আহাম্মদ মোহাম্মদ মান্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরকে নির্বাচিত করা হয়েছে। আমরা আশা করি, আওয়ামী লীগ সভানেত্রীর এই সিদ্ধান্ত আপনারা মেনে নেবেন।”
সর্বশেষ ২০১৬ সালের ১০ এপ্রিল মহানগর আওয়ামী লীগ উত্তর-দক্ষিণ, ৪৫টি থানা এবং ১০০টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেছিলেন আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
তখন ঢাকা মহানগর উত্তরে আওয়ামী লীগের সভাপতি করা হয় এ কে এম রহমতুল্লাহ এবং সাধারণ সম্পাদক করা হয় সাদেক খানকে। দক্ষিণের সভাপতি হন আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক হন শাহে আলম মুরাদ।
দুই শাখা মিলিয়ে দুই হাজারের বেশি কাউন্সিলর এবারের সম্মেলনে অংশ নেন বলে দলের জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- মহাজোট নেত্রী সদয় হবেন: আশা বাবলুর
- খালেদার জামিন নাকচে আমরা হতাশ ও ক্ষুব্ধ: ফখরুল
- সর্বোচ্চ আদালতেও জামিন মেলেনি, মুক্তি হচ্ছে না খালেদার
- আওয়ামী লীগের সম্মেলনে নাচবেন শিবলী-নীপা
- ভেতরে খালেদার জামিন শুনানি, আদালতের বাইরে বিক্ষোভ
- মোটরসাইকেলে আগুন: ফখরুল-রিজভীসহ আসামি ১৩৫
- বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ
সর্বাধিক পঠিত
- সর্বোচ্চ আদালতেও জামিন মেলেনি, মুক্তি হচ্ছে না খালেদার
- চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় যারা
- মুস্তাফিজের বোলিংয়ে হতাশ ও বিরক্ত হাবিবুল
- নাগরিকত্ব বিল: আসামে কারফিউ ভেঙে রাজপথে হাজারো জনতা
- আইপিএলের নিলামে মুশফিক
- তারেক ক্ষমা না চাইলে বিএনপি ক্ষমতা পাবে না: কাদের সিদ্দিকী
- মাশরাফি-তামিমদের উড়িয়ে রাজশাহীর শুরু
- মিয়ানমারকে বিশ্বাস করার কারণ নেই: গাম্বিয়া
- মুশফিকদের দাপুটে শুরু
- দ্রুততম ফিফটিতে গুরবাজের আগে শুধুই শেহজাদ