
পেঁয়াজের দাম নিয়ে ‘তামাশা’ হচ্ছে: সেলিম
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Nov 2019 09:41 PM BdST Updated: 18 Nov 2019 09:41 PM BdST
পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ‘ব্যর্থ’ হয়েও সরকার জনগণের সঙ্গে ‘তামাশা’ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘পেঁয়াজের হিমালয় সমান মাত্রায় দাম বৃদ্ধি ও সরকারের ক্ষমার অযোগ্য উদাসীনতার’ প্রতিবাদে সিপিটির এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন বলে পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সমাবেশে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “সঙ্কট দ্রুত নিরসনের পরিবর্তে সরকার তামাশা করতে ছাড়েনি। ব্যর্থতার দায় স্বীকার করে সংশ্লিষ্ট মন্ত্রী পদত্যাগ করেননি। উপরন্তু প্রধানমন্ত্রী পেঁয়াজ না খাওয়ার পরামর্শ দিয়েছে। যা ছিল জনগণের কাটা ঘায়ে নুনের ছিটার মত।”
পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে না পারাকে আওয়ামী লীগ সরকারের ‘দুঃশাসনের গণবিরোধী চরিত্রের আরেকটি নিদর্শন’ হিসেবে বর্ণনা করেন সেলিম।
সরবরাহ ব্যবস্থায় ব্যবসায়ীদের ‘সিন্ডিকেটের’ কারণে কৃষকরা বঞ্চিত হচ্ছে অভিযোগ করে সিপিবি সভাপতি বলেন, “শুধু পেঁয়াজ নয়, ধানসহ প্রতিটি কৃষি পণ্যের ক্ষেত্রে এক দিকে কৃষকদের বঞ্চিত করা হচ্ছে, অন্য দিকে জনগণের উপর বর্ধিত দামের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে।
“মধ্যস্বত্বভোগীদের সহায়তায় কোটিপতিদের সিন্ডিকেট হাজার কোটি টাকা জনগণের পকেট থেকে ইতোমধ্যে হাতিয়ে নিয়েছে।”
এ থেকে পরিত্রাণের জন্য দেশের প্রতি ইউনিয়নে অস্থায়ী গুদাম স্থাপন করে খাদ্যশস্য সংরক্ষণ করার ওপর জোর দেন সেলিম। আর সেজন্য পাঁচ থেকে সাত হাজার কোটি টাকা বরাদ্দের প্রয়োজন হতে পারে বলে তিনি মত দেন।
গত বোরো মৌসুমের মত কেউ যেন কৃষককে ধানের ‘ন্যায্য দাম’ থেকে ‘বঞ্চিত’ করতে না পারে সেজন্য ‘হেই সামালো‘ এবং ‘জানকবুল’ আওয়াজ তুলে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান সিপিবি সভাপতি।
অন্যদের মধ্যে পার্টির সাধারণ সম্পাদক শাহ আলম, সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সিপিবি ঢাকা কমিটির সাধারণ সম্পাদক সাজেদুল হক রুবেল সমাবেশে বক্তব্য দেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- খালেদার সাথে ‘দুর্ব্যবহার’ হচ্ছে: রিজভী
- ৭ দাবিতে মহাসমাবেশের ঘোষণা মুক্তিযোদ্ধা লীগের
- নারী প্রতিনিধিত্ব: এক বছরের মধ্যে ৩৩% পূরণ হবে কী
- নেতৃত্ব সংকটে বিলীন হতে পারে বিএনপি: জি এম কাদের
- চট্টগ্রাম উত্তর জেলা আ. লীগের নেতৃত্বে সালাম-আতাউর
- নিজেদের অতীত কি তারা দেখেন, প্রশ্ন ফখরুলের
- খালেদার মুক্তি দাবিতে রোববার বিক্ষোভ করবে বিএনপি
সর্বাধিক পঠিত
- মেসির হ্যাটট্রিকে শীর্ষে ফিরল বার্সেলোনা
- এসএ গেমস: শ্রীলঙ্কার কাছে পাত্তাই পেল না সাইফ-আফিফরা
- এসএ গেমস: রুদ্ধশ্বাস ফাইনালে বাংলাদেশের মেয়েদের সোনা জয়
- কনসার্ট দিয়ে উদ্বোধনের অপেক্ষায় বঙ্গবন্ধু বিপিএল
- ইন্টারনেট থেকে মিথিলা-ফাহমির ছবি সরানোর নির্দেশ
- পর্দা উঠল বঙ্গবন্ধু বিপিএলের
- রুম্পা হত্যামামলায় বন্ধু সৈকত রিমান্ডে
- সালমান-ক্যাটরিনা ঢাকার মঞ্চে উঠবেন রাতে
- রুম্পার বন্ধু সৈকত আটক
- শক্তির জায়গা অনুযায়ী উদ্ভাবনী শট: নিক্সন