
হাছান মাহমুদের ‘সৃজনশীলতা’ দেখছেন ফখরুল
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Nov 2019 06:04 PM BdST Updated: 13 Nov 2019 06:11 PM BdST
বিএনপিকে নিয়ে সমালোচনামুখর তথ্যমন্ত্রী হাছান মাহমুদকে নিয়ে টিপ্পনি কেটেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Related Stories
বিএনপির আরও জ্যেষ্ঠ নেতারা দলত্যাগ করতে চলেছেন বলে তথ্যমন্ত্রীর বক্তব্যের জবাবে বুধবার তিনি বলেন, “তথ্যমন্ত্রী মহোদয় প্রায়শই এই ধরনের কথা-বার্তা বলেন, সেগুলো তার কিছুটা সৃজনশীলতার আভাস পাওয়া যায় আর কি!
“বেশ নতুন নতুন গল্প তৈরি করেন তিনি। তথ্যমন্ত্রী মহোদয়ের যে সরকার আছে, তারা গোয়েবলসীয় প্রচারের মধ্য দিয়ে সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা করছে।”
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদের ওই বক্তব্যের পাল্টা দাবি করে বিএনপি মহাসচিব বলেন, “আমি স্পষ্ট করে বলতে চাই, বিএনপি থেকে আওয়ামী লীগে যাওয়ার মতো অবস্থা এখন নেই। বরং আওয়ামী লীগ থেকেই বিএনপিতে আসার অবস্থা তৈরি হয়েছে।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ (ফাইল ছবি)
সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের বিএনপির ভাইস চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মির্জা ফখরুল বলেন, “বিএনপির সিনিয়র নেতা পদত্যাগ করছেন- এটা আপনাদের মাধ্যমে জানতে পারছি। আমি এখনও জানি না।”
‘লন্ডন থেকে তারেক রহমান দল চালাচ্ছেন বলেই নেতারা চলে যাচ্ছেন’ বলে তথ্যমন্ত্রীর বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “এই ধরনের কথা বলতে তারা অভ্যস্ত। তারা নিজেদেরই ঘর সামাল দিতে পারছে না।
“প্রতিদিন তাদের যুব লীগের সম্মেলনে, স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে মিটিংয়ের মধ্যে তারা পরস্পর মারামারি করছেন, ভাঙাভাঙি করছেন- এটা আমরা প্রতিদিন পত্রিকায় দেখতে পারছি। তাদের যে পতন সেটাকে তারা ঢেকে রাখার জন্য অহেতুক মিথ্যা কথা বলছে।”
মোরশেদ খানের পদত্যাগ নিয়ে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
তিনি বলেন, “বিএনপি থেকে যেভাবে তাদের সিনিয়র নেতৃবৃন্দ দল ত্যাগ করে চলে যাচ্ছেন। এই ছেড়ে যাওয়ার লিস্টে আরও আছে। সেগুলো ভবিষ্যতে বিএনপি দেখতে পাবে।”
বিএনপি জনগণের পক্ষে ‘দাঁড়াতে পারেনি’ বলেই তাদের এই হাল হয়েছে বলে মন্তব্য করেন হাছান মাহমুদ।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নবনির্বাচিত কমিটির সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক এটিএম কামালের নেতৃত্বে নেতা-কর্মীদের নিয়ে বিএনপি মহাসচিব সকালে শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দেন। পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন।
‘রাঙ্গাঁ জনগণকে অপমান করেছে’
গণতন্ত্রের আন্দোলনে শহীদ নূর হোসেনকে ‘মাদকাসক্ত’ বলায় জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঁঙ্গার কঠোর সমালোচনা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, যে স্বাধীনতা যুদ্ধের চেতনা নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, পরবর্তীকালে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি, সেই স্বৈরাচারকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করেছিল এবং ভোট ডাকাতির লড়াইয়ের সঙ্গে নিয়ে তাদেরকে তারা সংসদে নিয়ে এসছে।

“আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি। আমরা মনে করি, এটা প্রকাশ্যে ও পার্লামেন্টে সব জায়গায় তার ক্ষমা চাওয়া উচিত এই কথাগুলো বলার জন্য।”
খালেদা জিয়ার মুক্তি আন্দোলন নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই আন্দোলনকে আরও বেগবান করব, আরও তীব্র করব।”
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- জিয়া পরিষদের চেয়ারম্যান কবীর মুরাদের মৃত্যু
- খালেদার সাক্ষাৎ বাতিলের নির্দেশদাতা কর্তৃপক্ষ কে: রিজভী
- আ. লীগের সম্মেলনের খাবারে মোরগ-পোলাও, উপহারে স্মরণিকা
- ভারতের নাগরিকত্ব আইনে বাংলাদেশের জন্য ‘হুমকি’ দেখছেন ফখরুল
- আমরা দেশকে পরিচ্ছন্ন করার যুদ্ধে আছি: শ ম রেজাউল
- আ. লীগের নেতৃত্বে আসতে পারে এক ঝাঁক নতুন মুখ
- সরকারের ‘ইশারায় পুলিশের আগুন খেলা’: রিজভী
সর্বাধিক পঠিত
- খুন হওয়া চীনা নাগরিকের ‘সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ’
- নেত্রকোণায় অর্ণবের শেষকৃত্যে মানুষের ঢল
- আমার বাবা কি মুসলমান ছিলেন না: নুজহাত চৌধুরী
- চলে গেলেন পৃথ্বীরাজ
- রোমাঞ্চকর লড়াইয়ে বার্সাকে রুখে দিল সোসিয়েদাদ
- ঘুরে দাঁড়িয়ে মাহমুদউল্লাহদের অনায়াস জয়
- নাগরিকত্ব আইন: ফুঁসছে পশ্চিমবঙ্গও, যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-কানাডার ভ্রমণ সতর্কতা
- পাকিস্তান যেতে ক্রিকেটারদের জোর করবে না বিসিবি
- বোলিংয়ে সাকিবের মতো অবদান রাখার ভাবনা মাহমুদউল্লাহর
- জন্ম নিয়ন্ত্রক বড়ির ক্ষতিকর দিক