কংগ্রেস বর্জন করে সম্মেলনের ডাক ওয়ার্কার্স পার্টি বিদ্রোহীদের

রাশেদ খান মেনন নেতৃত্বাধীন ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেস বর্জনের পর ২৯ নভেম্বর আলাদা সম্মেলন করার ঘোষণা দিয়েছেন ছয় কেন্দ্রীয় নেতা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2019, 02:14 PM
Updated : 31 Oct 2019, 02:14 PM

বৃহস্পতিবার পলিটব্যুরোর সদস্য নুরুল হাসান ও ইকবাল কবির জাহিদ নেতৃত্বাধীন ছয় নেতা এক খোলা চিঠির মাধ্যমে এ ঘোষণা দেন। অন্যরা হলেন- কেন্দ্রীয় কমিটির সদস্য জাকির হোসেন হবি, মোফাজ্জেল হোসেন মঞ্জু, অনিল বিশ্বাস ও তুষার কান্তি দাস।

আগামী ২-৫ নভেম্বর অনুষ্ঠেয় কংগ্রেস বর্জনের ঘোষণার তিন দিনের মাথায় নতুন সম্মেলনের ডাক দিলেন তারা।

ইকবাল কবির জাহিদ বলেন, “ওয়ার্কার্স পার্টিতে ‘দক্ষিণপন্থি সুবিধাবাদ, বুর্জোয়া লেজুড়বৃত্তি ও বিলোপবাদী ধারার বিরুদ্ধে’ সংগ্রামের অ্ংশ হিসেবে কংগ্রেস বর্জন করছেন তারা।

“সত্যিকারের বিপ্লবী পার্টি, কমিউনিস্ট ঐক্য, বাম-গণতান্ত্রিক ঐক্য গড়ে তুলতে  আগামী ২৯ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিতব্য সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ সম্মেলন সফল করার সব পার্টি কমরেডদের আহ্বান জানাচ্ছি।”

বাম জোটের পাশে বিমল বিশ্বাস

এদিকে মেননের দলের সাবেক সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস বৃহস্পতিবার পুরানা পল্টনে সিপিবি ভবনে বাম গণতান্ত্রিক দলগুলোর নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

কী পরিস্থিতিতে তিনি ওয়ার্কার্স পার্টি ছেড়েছেন, তা তুলে ধরেন বিমল বিশ্বাস।

‘লুটেরা বুর্জোয়া রাজনীতির বিপরীতে বিকল্প গড়ার সংগ্রাম’ এগিয়ে নিতে কমিউনিস্ট ও বাম গণতান্ত্রিক শক্তির ঐক্যের আহ্বান জানান তিনি জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিপিবি সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য মনিরউদ্দিন পাপ্পু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক, গরিব মুক্তি আন্দোলনের শামসুজ্জামান মিলন।