বোরহানউদ্দিন যাচ্ছেন গণফোরাম নেতারা

পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে চারজন নিহতের ঘটনার সরেজমিন জানতে বুধবার ভোলার বোরহানউদ্দিন যাচ্ছে কামাল হোসেনের দল গণফোরামের একটি প্রতিনিধি দল।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2019, 05:46 PM
Updated : 22 Oct 2019, 05:46 PM

পাঁচ সদস্যের এই প্রতিনিধি দলে নেতৃত্বে দেবেন দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন।

প্রতিনিধি দলের সদস্য ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লতিফুল বারী হামিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বোরহানউদ্দিন উপজেলায় গত ২০ অক্টোবর যে ঘটনা সংঘটিত হয়েছে, সেই ঘটনা সম্পর্কে স্থানীয় প্রশাসনসহ এলাকায় মানুষের কাছে তথ্যাদি জানতে গণফোরামের প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

“প্রতিনিধিদলটি বুধবার দুপুরে ভোলা রওনা হবে এবং বৃহস্পতিবার সেখানে ঘটনাস্থল পরিদর্শন করে সেদিনই ঢাকার উদ্দেশে রওনা দেবে।”

রোববার ভোলার বোরহানউদ্দিনে এক হিন্দু তরুণের ফেইসবুক আইডি ‘হ্যাক করে মহানবী হযরত মুহাম্মদ(সা.) এর বিরুদ্ধে অবমাননাকর’ বক্তব্য ছড়ানোর পর ‘মুসলিম তাওহিদী জনতা’র ব্যানারে সমাবেশ থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষে এক মাদ্রাসার ছাত্রসহ ৪ জন নিহত ও ১০ পুলিশসহ শতাধিক আহত হন।