হালে পানি পাবে না ঐক্যফ্রন্ট: হাছান

বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সমাধান হয়ে গেছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2019, 09:13 AM
Updated : 17 Oct 2019, 09:13 AM

আর সমাধান হয়ে যাওয়া বিষয়টি নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট মাঠে নামলে লাভবান হবে না বলে মনে করেন তিনি।

বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ২২ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট।

এ বিষয়ে বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রী হাছান মাহমুদের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, মূলত ঐক্য ধরে রাখার চেষ্টাতেই এ সমাবেশ আহ্বান করা হয়েছে।

“অন্য কোন কিছুর জন্য নয়। তবে আমি ঐক্যফ্রন্টকে বলব, যে ইস্যুর সমাধান হয়ে গেছে, তা নিয়ে মাঠে নেমে হালে পানি পাবে না।”

আবরার হত্যার প্রতিবাদে গত ১৩ অক্টোবর ঐক্যফ্রন্ট ঢাকায় শোক শোভাযাত্রা করতে গিয়েও পারেনি পুলিশের বাধায়।

ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, “ঐক্যফ্রন্টের মধ্যে প্রচণ্ড অনৈক্য। আবরার ফাহাদের হত্যা নিয়ে একটু ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে।

“ফাহাদের হত্যার পর সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেসব পদক্ষেপ নিয়েছে এগুলোতে সন্তুষ্ট হয়ে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে।”

ঐক্যফ্রন্ট আবরার হত্যাকাণ্ড নিয়ে পানি ঘোলা করার চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন,“আবরার হত্যাকাণ্ডের প্রতিবাদের জন্য নয় বরং এই ইস্যুটি নিয়ে রাজনীতি করার স্বার্থেই এটি (সমাবেশ) করার চেষ্টা করছে, অন্য কোনো কিছু নয়।

“তাদের কোনো একটা ইস্যুর প্রয়োজন, কিন্তু পাচ্ছে না। সেজন্য কোনো একটি ইস্যু ধরে তারা ঐক্য ধরে রাখার চেষ্টা করছে।”