আবরার স্মরণে সভার কর্মসূচি ২০ দলের

নিহত বুয়েটছাত্র আবরাব ফাহাদ স্মরণে আগামী মঙ্গলবার সভা করবে ২০ দলীয় জোট।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2019, 06:54 PM
Updated : 10 Oct 2019, 06:54 PM

বৃহস্পতিবার রাতে জোটের বৈঠকের পর জোটের সমন্বয়কারী বিএনপি নেতা নজরুল ইসলাম খান এই কর্মসূচির কথা জানান।

তিনি বলেন, “সভায় আগ্রাসী শক্তির বিরুদ্ধে প্রতিবাদকারী প্রথম শহীদ আবরার ফাহাদের স্মরণে আগামী মঙ্গলবার ১৫ অক্টোবর স্মরণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে।”

বৈঠকে ভারতের সঙ্গে ‘দেশবিরোধী’ চুক্তি বাতিলের দাবিও জানানো হয়। একইসঙ্গে চুক্তি বাতিল ও আবরার হত্যার প্রতিবাদে বিএনপির ঘোষিত দুদিনের সমাবেশের কর্মসূচির প্রতি একাত্মতাও প্রকাশ করা হয়।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বিএনপির গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, জামায়াতে ইসলামীর আবদুল হালিম, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা নুর হোসেইন কাসেমী, মুফতি মহিউদ্দিন ইকরাম, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের আবদুল করীম, জাগপার খোন্দকার লুৎফর রহমান, আসাদুর রহমান খান, এনডিপির আবু তাহের, মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, ডিএলের সাইফুদ্দিন মনি, কল্যাণ পার্টির মাসুদ খান, ইসলামিক পার্টির এম এম শাওন সাদেকী উপস্থিত ছিলেন।