আইভি রহমানের মৃত্যুবার্ষিকী শনিবার

বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানের পঞ্চদশ মৃত্যুবার্ষিকী শনিবার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2019, 07:29 PM
Updated : 23 August 2019, 07:29 PM

দিনটি স্মরণে তার পরিবার এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা দোয়া মাহফিল ও শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি নিয়েছে।

২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গ্রেনেড হামলায় গুরুতর জখম হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ অগাস্ট মারা যান আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমান। তার স্বামী জিল্লুর রহমান পরে দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল সাড়ে ৮টায় বনানী কবরস্থানে আইভি রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতারা।

পরে বাদ আছর পরিবারের পক্ষ থেকে আইভি কনকর্ড টাওয়ারে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।