শেখ হাসিনার সরকার যতদিন আছে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণ নেই: কাদের

শেখ হাসিনার সরকার যত দিন আছে তত দিন নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলে সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2019, 05:38 PM
Updated : 23 August 2019, 05:46 PM

শুক্রবার বিকালে রাজধানীর পলাশী মোড়ে জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের, “শেখ হাসিনার সরকার মাইনোরিটিবান্ধব সরকার। এ সরকার যতদিন আছে আপনাদের নিরপত্তা নিয়ে উদ্বিগ্ন হবার কারণ নেই। আপনাদের দুর্গা উৎসব শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। অন্য উৎসবগুলোও শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। 

“শেখ হাসিনার সরকারের আমলে এই দিক দিয়ে আপনারা নিরাপদ। আপনাদের শত্রু যারা, তারা বাংলাদেশের শত্রু। তারা হচ্ছে সাম্প্রদায়িক অপশক্তি। এই সাম্প্রদায়িক অপশক্তি শুধু আপনাদের শত্রু না, বাংলাদেশের শত্রু।”

শ্রীকৃষ্ণের জন্মতিথিতে সাম্প্রদায়িক অপশক্তির বিষবৃক্ষকে উৎপাটনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

কাদের বলেন, “আমাদের দেশের সনাতন ধর্মাবলম্বীরা বৃষ্টিবিঘ্নিত পরিবেশে শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন পালন করছে। বৈরী পরিস্থিতিতে শ্রীকৃষ্ণের আবির্ভাব যেমন হয়েছিল সত্য ও সুন্দরের জন্য তেমনি আজকের দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও সুদিনের প্রত্যাশায় আমাদের সকলকে উজ্জীবিত হতে হবে।"

আগামী অক্টোবরে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের মধ্য দিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের বিরাজমান অমীমাংসিত সমস্যাগুলোর সমাধানে আরেক ধাপ অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ধর্ম যার যার উৎসব সবার। আমাদের কোনো আচারণে যেন কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে এ বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।”

সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি শৈলেন্দ্র নাথের সভাপতিত্বে শোভাযাত্রার উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।