ডেঙ্গু সচেতনতায় বাম জোটের পদযাত্রা

ডেঙ্গুর প্রকোপের মধ্যে জন সচেতনতা বাড়াতে রাজধানীতে পদযাত্রা করেছে বাম গণতান্ত্রিক জোট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2019, 02:45 PM
Updated : 9 August 2019, 02:46 PM

শুক্রবার নগরীর পুরানা পল্টন থেকে শুরু হয়ে বিজয়নগর, কাকরাইল, শান্তিনগর বাজার, সিদ্ধেশ্বরী, মালিবাগ মোড় ও শান্তিনগর হয়ে সেগুনবাগিচায় গিয়ে শেষ হয়।

পদযাত্রার সময় নগরবাসীকে ডেঙ্গু জ্বরের লক্ষণ, জ্বর হলে করণীয় এবং এইডিস মশা নির্মূল করা ও পরিচ্ছন্নতা বিষয়ক প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়।

কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, কমিউনিস্ট পার্টির সম্পাদক জলি তালুকদার, সংগঠক আনোয়ার হোসেন রেজা, বাসদের জুলফিকার আলী, খালেকুজ্জামান লিপন পদযাত্রায় অংশ নেন।

শনিবার বিকালে নগরীর মুক্তাঙ্গন থেকে বাহাদুরশাহ পার্ক অভিমুখে ডেঙ্গু সচেতনতা পদযাত্রা অনুষ্ঠিত হবে হবে বাম জোটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।