ডেঙ্গুর চিকিৎসায় পরামর্শ দিতে ড্যাবের হটলাইন চালু

ডেঙ্গু আক্রান্ত রোগীদের পরামর্শ দিতে ‘ডেঙ্গু পরামর্শ কেন্দ্র ও হটলাইন’ চালু করেছে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2019, 12:39 PM
Updated : 7 August 2019, 01:17 PM

বুধবার দুপুরে নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এই পরামর্শ কেন্দ্র ও হটলাইন উদ্বোধন করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

হটলাইন নম্বর হচ্ছে- ০১৩০৬৮৫৯৬৬৪। 

এই হটলাইনে যেকোনো রোগী ডেঙ্গু বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ ও মহাসচিব অধ্যাপক আবদুস সালামসহ চিকিসকরা উপস্থিত ছিলেন।

গত সপ্তাহে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে অনলাইনে ডেঙ্গু রোগীদের পরামর্শ দিতে ড্যাবের পরামর্শ কেন্দ্র খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়।

ডেঙ্গু সমস্যা মোকাবেলায় করণীয় সম্বলিত একটি লিফলেটও প্রকাশ করেছে বিএনপি, যা প্রতিদিনই সারাদেশে দল ও অঙ্গসংগঠনের মাধ্যমে বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন নেতারা।