সুষমা স্বরাজের মৃত্যুতে জি এম কাদেরের শোক

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2019, 04:49 AM
Updated : 7 August 2019, 04:49 AM

এক শোকবার্তায় তিনি সুষমা স্বরাজের আত্মার শান্তি কামনা করেছেন; পাশাপাশি শোকাহত পরিবার ও ভারতের সাধারণ মানুষের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মঙ্গলবার রাতে নয়া দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এআইআইএমএস) হাসপাতালে মারা যান বিজেপি নেত্রী সুষমা স্বরাজ। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

তিন বছর আগে কিডনি প্রতিস্থাপনের পর থেকেই অসুস্থ ছিলেন সুষমা।তবে তার মৃত্যুর কারণ  ‘হার্ট অ্যাটাক’ বলে চিকিৎসকরা জানিয়েছেন।

জি এম কাদের তার শোকবার্তায় বলেন, “সুষমা স্বরাজের মৃত্যুতে উপমহাদেশের রাজনীতিতে এক আদর্শবান রাজনীতিবিদের জীবনাবসান হল। তার মৃত্যুতে ভারতের রাজনীতিতে যে শুন্যতার সৃষ্টি হণ তা সহসাই পূরণ হবার নয়।"

জাতীয় পার্টির চেয়ারম্যান বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সুষমা স্বরাজের অবদান ‘কৃতজ্ঞচিত্তে’ স্মরণ করেন বলে দলের এক বিবৃতিতে জানানো হয়।

জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ এবং জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁও ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।