এরশাদের আসনে উপনির্বাচনে যাচ্ছে বিএনপি

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে শূন্য রংপুর-৩ আসনের উপনির্বাচনে অংশ নিতে যাচ্ছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2019, 06:08 PM
Updated : 29 July 2019, 06:08 PM

সোমবার বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠকের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা রংপুর-৩ আসনে উপ-নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

এই নির্বাচনে ধানের শীষের প্রার্থী মনোনয়নে বিএনপির স্থায়ী কমিটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দায়িত্ব দিয়েছে বলেও জানান তিনি।

দশম সংসদ নির্বাচন বর্জনের পর গত বছর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিলেও ভোট ডাকাতির অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করে। ওই নির্বাচনে বিএনপি জাতীয় ঐক্যফ্রন্ট গড়ে অংশ নিয়ে সাতটি আসনে জয় পায়।

উপনির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিলেও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়ে পুনরায় আপত্তি জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, “আমরা দেখতে পাচ্ছি যে, নির্বাচন কমিশন সব নির্বাচনে ইভিএম ব্যবহার করবার জন্য বেশ সক্রিয় হয়ে উঠেছে।

“আমরা বলতে চাই, ইভিএম পদ্ধতিতে নির্বাচন কোনো মতেই সমর্থন করি না। আমরা মনে করি যে, ইভিএমে কখনোই জনগণের রায়ের সঠিক প্রতিফলন ঘটবে না, বরং জনমতকে ঘুরিয়ে দেওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে।”

ইভিএম পদ্ধতি বাতিল করতে নির্বাচন কমিশনকে আহ্বান জানান ফখরুল।

স্থায়ী কমিটির বৈঠকের পর একাই সংবাদ সম্মেলনে আসেন ফখরুল।

বৈঠকে ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপে যুক্ত হন বলে বিএনপি নেতারা জানান