ডেঙ্গু মোকাবেলাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে আ.লীগ: কাদের

দেশজুড়ে ডেঙ্গু জ্বরের প্রকোপ মহামারী রূপ নেওয়ায় এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাকে আওয়ামী লীগ চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2019, 09:11 AM
Updated : 28 July 2019, 09:14 AM

রোববার রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে বন্যাকবলিত অঞ্চলে আওয়ামী লীগের ত্রাণ উপ-কমিটির ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “ডেঙ্গুকে আমরা সহজভাবে নিচ্ছি না, সিরিয়াসলি নিয়েছি। আমরা সর্বাত্মকভাবে প্রতিরোধ গড়ে তোলার চ্যালেঞ্জ নিয়েছি। আমাদের নেত্রী বলেছেন, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে। আমরা সচেতনতামূলক, সতর্কতামূলক সভা-সমাবেশ করব, জনগণকে উদ্বুদ্ধ করব।”

এডিস মশার নিধনে কার্যকর ওষুধ সরবরাহসহ ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা নিতে স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে সড়ক পরিবহনমন্ত্রী জানান।

তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি বন্য দুর্গতদের সর্বাত্মক সহযোগিতা করাও চ্যালেঞ্জ। এদুটি চ্যালেঞ্জ নিয়ে আমরা মাঠে নেমেছি। প্রধানমন্ত্রীর নির্দেশে, আমাদের ছয়টি ত্রাণ টিম প্রথম দিন থেকে সর্বাত্মকভাবে কাজ করছে।”

বিএনপির ত্রাণ কার্যক্রম নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “কয়েক দিন যাবত বিএনপি কয়েকটি জায়গায় নামমাত্র ত্রাণ দেওয়ার নামে ফটোসেশন করেছেন। এটা ছিল লোক দেখানো।”

উদ্বোধনী শেষে গাইবান্ধার ফুলছরি, জামালপুরের ইসলামপুর, কুড়িগ্রামের রাজীবপুর, সিরাজগঞ্জের আওয়ামী লীগের দায়িত্ব প্রাপ্ত নেতাদের কাছে ত্রাণসামগ্রী তুলে দেন কাদের।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, শিক্ষা ও মানব সম্পাদক সামসুন্নাহার চাঁপা ও কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী এসময় বক্তব্য দেন।