তথ্যমন্ত্রীর বক্তব্য উসকানিমূলক: রিজভী

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় পর্যায়ে ঘোষিত সমাবেশের কর্মসূচি নিয়ে তথ্যমন্ত্রীর বক্তব্য ‘উস্কানিমূলক’ বলেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2019, 07:46 PM
Updated : 16 July 2019, 07:46 PM

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “মিডনাইট সরকারের মিডনাইট তথ্যমন্ত্রী হাছান মাহমুদ গতকাল (সোমবার) বলেছেন, বিএনপির বিভাগীয় সমাবেশের নামে অতীতের মতো কোনো বিশৃঙ্খলা বা ভাঙচুর সহ্য করা হবে না।

“আপনি (তথ্যমন্ত্রী) যে বিশৃঙ্খলার কথা বলছেন, সেটিই তো উস্কানিমূলক, একটা অশুভ উদ্দেশ্য নিয়েই এধরনের বক্তব্য রাখছেন। নিজেদের আয়োজন নিজেরাই বিশৃঙ্খলা সৃষ্টি করব, এই কথা কি কোনো পাগলে বিশ্বাস করবে?”

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ১৮ জুলাই বরিশাল, ২০ জুলাই চট্টগ্রাম ও ২৫ জুলাই খুলনায় সমাবেশ করবে বিএনপি।

কর্মসূচির ব্যাপক প্রস্তুতির কথা জানিয়ে রিজভী বলেন, “মহাসমাবেশকে ঘিরে সাধারণ জনগণের অভাবনীয় সাড়া দেখে সরকারের চিত্তচাঞ্চল্য বৃদ্ধি পেয়েছে।”

সরকারের সমালোচনা করে বিএনপি নেতা বলেন, “পুঁজিবাজারে আবার ব্যাপক দরপতন, দৈন্যদশা। পুঁজি হারানো বিনিয়োগকারীরা বলছেন, ২০১০ সালে যে শক্তিশালী চক্র শেয়ারবাজার থেকে পরিকল্পিতভাবে প্রায় ১০ লাখ বিনিয়োগকারীর মূলধন হাতিয়ে নিয়ে পথে বসিয়ে দিয়েছিল, সেই চক্রই আবার বাজারে সক্রিয় হয়েছে।

“২০১১ সালে গঠিত খোন্দকার ইব্রাহিম খালেদের তদন্তে যাদের নাম উঠে এসেছিল, ধরা ছোঁয়ার বাইরে থাকা সেই রাঘব বোয়ালরা ফের সক্রিয় ফের সক্রিয়।”

কুমিল্লার আদালতে হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সরকার সম্পূর্ণ ব্যর্থ।

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কবীর মুরাদ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, আবদুস সালাম আজাদ, মুনির হোসেন, রফিকুল ইসলাম মাহতাব।