এরশাদ ও রুশেমার মৃত্যুতে দুটি আসনে উপনির্বাচন

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে রংপুর-৩ আসন শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2019, 06:57 PM
Updated : 16 July 2019, 06:57 PM

রোববার বিরোধীদলীয় নেতা এরশাদ মারা যাওয়ার দিনই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

সংরক্ষিত নারী আসনের (সংসদীয় আসন ৩৩৪) রুশেমা বেগমের মৃত্যুতে গত আসন শূন্য করে গত বুধবারই গেজেট প্রকাশ করা হয়েছে।

দুটি গেজেট পাওয়ার পর উপনির্বাচনের জন্য তা কমিশন সভায় উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন ইসির যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান।

তিনি বলেন, “সংরক্ষিত ৩৪ মহিলা আসনের বিষয়ে সংসদ সচিবালয়ের গেজেট আমরা পেয়েছি। বুধবারের মধ্যে রংপুর-৩ আসনের গেজেট হাতে পাব আশা করি। এ দুটোর উপনির্বাচনের বিষয়ে কমিশনের উপস্থাপনের করা হবে।”

ফরহাদ জানান, রংপুর-৩ আসনের উপ-নির্বাচন আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

সংরক্ষিত মহিলা আসন আইন, ২০০৪ অনুযায়ী আসন শূন্য ঘোষণার পরবর্তী ৪৫ দিনের মধ্যে উপনির্বাচন করতে হবে।

সে হিসাবে মধ্য অক্টোবরের মধ্যে এরশাদের শূন্য আসনে এবং অগাস্টের মধ্যে রুশেমা বেগমের আসনে নির্বাচন করবে ইসি।