ইমরান সরকারের বাড়িতে ‘চুরিতে’ খোয়া সনদ-দলিলও

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার বালিয়ামারীতে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের গ্রামের বাড়িতে মধ্যরাতে হানা দিয়ে স্বর্ণালঙ্কার ও কাপড়-চোপড়ের পাশাপাশি জমির দলিল ও সনদ হাতিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

আহসান হাবীব নীলু কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2019, 03:10 PM
Updated : 10 July 2019, 03:12 PM

রাজীবপুর থানার এসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার দুপুরে ওই বাড়ি পরিদর্শন করেন। এই ঘটনাকে ‘দুর্ধর্ষ চুরি’ বলছেন পুলিশ কর্মকর্তা সিদ্দিকুর।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘরের আসবাবের বিভিন্ন ড্রয়ারে রাখা কাগজপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে।

“তবে কী কী চুরি হয়েছে তা নির্দিষ্ট করে বলতে পারেননি ইমরান এইচ সরকারের বাবা মতিউর রহমান।”

গত জাতীয় নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান ইমরান এইচ সরকার

ইমরান এইচ সরকারের মা হাসিনা সরকার জানান, বুধবার সকালে তারা ঘুম থেকে উঠে দেখতে পান বাড়ির সামনে কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। পরে ভবনের পাঁচটি কক্ষের দরজা খোলা দেখতে পান। ঘরের ভেতরে গহনা ও মূল্যবান দলিলপত্র দুর্বৃত্তরা নিয়ে গেছে।

ইমরানের বাবা মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাড়িতে তারা স্বামী-স্ত্রী ছাড়া কেউ থাকেন না। গত রাতে মুষলধারে বৃষ্টি হয়েছে, তারা দুজন ঘুমিয়ে ছিলেন।

“বৃষ্টি হওয়ায় কোনো শব্দ টের পাইনি। সকালে উঠে দেখি ইমরানের রুমসহ পাঁচটি রুম খোলা। চোরেরা ঘরের বিভিন্ন কাগজপত্র এলোমেলো করেছে। ইমরানের সার্টিফিকেটগুলো খুঁজে পাচ্ছি না। জমির দলিল ছিল, সেগুলোও নেই। কয়েকটি নতুন কাপড় ও গয়না ছিল, সেগুলোও নেই। এসব স্বর্ণালঙ্কার ও কাপড় চোপড়ের মূল্য প্রায় আড়াই লাখ টাকা।”

এ বিষয়ে জানতে চাইলে ঢাকায় অবস্থানরত ইমরান এইচ সরকার মোবাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে বাবার কাছে ফোনে এ খবর পেয়েছি। বাড়িতে আমার মূল্যবান অনেক কাগজপত্র ও সার্টিফেকেট ছিল, সেগুলো নাকি পাওয়া যাচ্ছে না। নতুন কিছু কাপড় ছিল, সোনার গয়না ছিল- সেগুলোও গায়েব। বিষয়টি আমি কুড়িগ্রামের পুলিশ সুপারকে জানিয়েছি।”

এ বিষয়ে জানতে চাইলে রাজীবপুর থানার ওসি রবিউল ইসলাম বলেন, “এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অনেকে এটিকে ডাকাতি বলে গুজব ছড়ালেও প্রকৃতপক্ষে এটি চুরি ছাড়া কিছুই না।

“বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা শাহবাগ আন্দোলনের মুখপাত্র হিসেবে দেশব্যাপী পরিচিত মুখ হয়ে ওঠেন রংপুর মেডিকেলের সাবেক ছাত্র ইমরান এইচ সরকার। গত জাতীয় নির্বাচনে কুড়িগ্রামে নিজের এলাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান তিনি।