সাম্প্রদায়িক শক্তি তলে তলে প্রস্তুতি নিচ্ছে: কাদের

সাম্প্রদায়িক শক্তি বড় ধরনের হামলা চালাতে পারে বলে সবাইকে হুঁশিয়ার করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর কাদের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2019, 04:43 PM
Updated : 25 June 2019, 04:43 PM

মঙ্গলবার ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধনের সময় এই হুঁশিয়ারি দেন তিনি।

কাদের বলেন, “এখনও সাম্প্রদায়িক, মানবতাবিরোধী শক্তি হুমকি দিয়ে যাচ্ছে। সাম্প্রদায়িক অশুভ শক্তি জঙ্গিবাদের ভয়ঙ্কর মূর্তিতে মাঝে মাঝে আবির্ভুত হয়।

“হলি আর্টিজান, শোলাকিয়ার সেই ট্র্যাজেডির পর আমরা যদি মনে করি, সেই অশুভ শক্তির পতন হয়েছে, তাহলে আমরা শ্রীলংকার মতোই ভুল করব। সাম্প্রদায়িক শক্তি তলে তলে বড় ধরনের হামলা পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাদের প্রস্তুত থাকতে হবে। এখনও ষড়যন্ত্র আছে।”

অসাম্প্রদায়িকতার চেতনা থেকে আওয়ামী লীগ ‘এক চুলও সরেনি’ দাবি করে কাদের বলেন, “কৌশলগত পরিবর্তন হয়েছে, কিন্তু আদর্শিকভাবে বাংলাদেশের জন্মের চেতনা থেকে আমাদের শিকড় থেকে আমরা এক চুলও সরে যাইনি।”

সংস্কৃতিকর্মীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “বাংলাদেশে সংস্কৃতির সবচেয়ে বড় পৃষ্ঠপোষক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

“সংস্কৃতির সঙ্গে যারা জড়িত, আপনারা কোনো অবস্থাতেই হতাশ হবেন না। আপনাদের বিপদে আপনাদের সংকটে শেখ হাসিনা আপনাদের পাশে আছেন।”

আওয়ামী লীগের সাংস্কৃতিক উপ কমিটির চেয়ারম্যান আতাউর রহমান, সদস্য সচিব অসীম কুমার উকিল, আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ত্রাণ বিষয়ক সম্পাদক সুজত রায় নন্দী, কেন্দ্রীয় সদস্য রিয়াজুল কবির কাওসার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।