মুষ্টিমেয়দের সুবিধা দেওয়ার বাজেট: আমীর খসরু
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jun 2019 08:47 PM BdST Updated: 13 Jun 2019 08:52 PM BdST
আওয়ামী লীগের তৃতীয় মেয়াদের সরকারের প্রথম বাজেট একটি শ্রেণিকে সুবিধা দিতে প্রণীত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, এই বাজেটে বাংলাদেশের মানুষের কোনো প্রত্যাশা পূরণ হয়নি।
সংসদে বাজেট ঘোষণার পর তাকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের মিছিলের বিপরীতে সাংবাদিকদের এই প্রতিক্রিয়া জানান বিএনপি নেতা।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার ২০১৯-২০ অর্থবছরের জন্য ৫ লাখ ২৩ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন। টাকার অঙ্কে এটা বিদায়ী অর্থবছরের বাজেটের চেয়ে ১৮ শতাংশ বেশি।
বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপি নেতা খসরু শুরুতেই বলেন, ‘অনির্বাচিত’ এই সরকারের বাজেট দেওয়ার নৈতিক অধিকার নেই।
“তারা যে বাজেট দিয়েছে এবং যে ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড এখন চলছে, এটা একটি শ্রেণির সুযোগ-সুবিধার পরিপ্রেক্ষিতে এই বাজেট। আজকে বাজেট ব্যবস্থাপনাও একটা শ্রেণির কাছে কুক্ষিগত হয়ে গেছে।”
বাংলাদেশের অর্থনীতি এখন মুষ্টিমেয় একটি শ্রেণির হাতে জিম্মি হয়ে পড়েছে বলে দাবি করেন ব্যবসা থেকে রাজনীতিতে আসা বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
তিনি বলেন, “বাজার অর্থনীতিতে দেশ পরিচালিত হচ্ছে না, একটি অলিগার্কিক শ্রেণির কাছ দেশের অর্থনীতি ও রাজনীতি জিম্মি হয়ে গেছে।”
সামষ্টিক অর্থনীতির শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে দাবি করে আমীর খসরু বলেন, বিনিয়োগ স্থবির হয়ে গেছে, ব্যাংকে চলছে তারল্য সঙ্কট, পুঁজিবাজারও মৃতপ্রায়।
ব্যাংক থেকে সরকারের ঋণ বেড়ে যাওয়া যেমন বিনিয়োগে যেমন স্থবিরতা এনেছে, তেমনি ব্যাংকে মানুষের অর্থ না রাখতেও উৎসাহিত করছে বলে মনে করেন সাবেক বাণিজ্যমন্ত্রী খসরু।
তিনি বলেন, “বাংলাদেশের অর্থনীতি একটা ঋণনির্ভর অর্থনীতিতে পরিণত হচ্ছে। এই যে ডেড ট্র্যাপের দিকে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। সবচেয়ে বিপদ হবে যখন আগামী দিনে ঋণগুলো আমাদের পরিশোধ করতে হবে।
“অর্থনৈতিক সমীক্ষা থেকে দেখা যাচ্ছে, আমদানি অনেক বেশি হচ্ছে, রপ্তানি কমে গেছে। ব্যালেন্স অব পেমেন্ট অলরেডি ঋণাত্মক পর্যায় চলে গেছে, ভবিষ্যতে এটা বিপজ্জনক পর্যায় চলে যাবে।”

জিডিপি প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা সরকার ঠিক করেছে, তা অর্জন নিয়ে সংশয় প্রকাশের পাশাপাশি এর হিসাব নিয়েও সন্দেহ পোষণ করেন আমী খসরু।
তিনি বলেন, “সরকারের যখন জবাবদিহিতা থাকবে না, তখন তারা যে কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে পারে। আন্তর্জাতিক মাল্টিলেটারেল সংস্থাগুলো, অর্থনীতিবিদ সকলের কাছে প্রশ্ন উঠেছে যে, প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, এটার সত্যতা কী? প্রবৃদ্ধির সাথে যতগুলো অর্থনৈতিক সার্ভে হয়েছে, সেই সার্ভের তার সাথে প্রবৃদ্ধির কোনো মিল নেই।
“পার হেড, পার ক্যালরি কনজাম্পশন কমে গেছে, বাংলাদেশে কর্মসংস্থানের অবস্থা দক্ষিণ এশিয়াতে সবচাইতে খারাপ, বেকারত্ব সবচেয়ে বেশি। তাহলে প্রশ্ন প্রবৃদ্ধি আসলো কোত্থেকে?”
তিনি বলেন, “যদি প্রবৃদ্ধি বেড়ে থাকে, তাহলে পুঁজিবাজারের এই অবস্থা কেন? বেকারত্ব বাড়ছে কেন? মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় সমুদ্র পাড়ি দিয়ে বিদেশে যাচ্ছে কেন? বিনিয়োগ হচ্ছে না কেন? যদি ব্যাংকে তারল্য সংকট থাকে, বিনিয়োগ না হয়, তাহলে প্রবৃদ্ধিটা আসল কোত্থেকে?
“প্রবৃদ্ধি বৃদ্ধির মূল ড্রাইভার কনজাম্পশন, প্রবৃদ্ধি বাড়ার মূল ড্রাইভার বিনিয়োগ, প্রবৃদ্ধি বাড়ার মূল ড্রাইভার আমদানি-রপ্তানি।
“গভর্নমেন্ট এক্সপেনডিচার প্রবৃদ্ধির বাড়ার আরেকটা ড্রাইভার, গভর্নমেন্ট এক্সপেনডিচারের কোয়ালিটিটা কী? ১০০ মিলিয়ন ডলারের প্রজেক্ট ৩০০ মিলিয়ন ডলারের হয়েছে। এসব কিছুই প্রবৃদ্ধি বাড়ার ইঙ্গিত করে না।”
-
সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
-
চিকিৎসার জন্য আবার ব্যাংকক গেলেন রওশন
-
হাজারটা পদ্মাসেতু করেও লাভ ‘হবে না’: ফখরুল
-
বিএনপির ত্রাণ তহবিলে অনুদান দিলেন ১১ জেলার নেতারা
-
তারা ছিল ‘খাওয়া পার্টি’, দিয়ে যাচ্ছে শুধু আওয়ামী লীগ: শেখ হাসিনা
-
কোভিড থেকে সেরে উঠেছেন মির্জা ফখরুল
-
বানভাসিদের জন্য সরকারি ত্রাণ ‘পর্যাপ্ত নয়’: বিএনপির টুকু
-
‘বম পার্টি’ নিয়ে মুখ খুলল জেএসএস
সর্বাধিক পঠিত
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন