অসুস্থ রিজভী চিকিৎসা নিচ্ছেন বিএনপি কার্যালয়েই

ঢাকার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক বছরের বেশি সময় ধরে অবস্থানকারী বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অসুস্থ হয়ে পড়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 June 2019, 05:46 PM
Updated : 11 June 2019, 03:18 PM

সোমবার বেশ কয়েকবার বমি হওয়ার পর দলের চিকিৎসকদের তত্ত্বাবধানে ওই কার্যালয়েই তার চিকিৎসা চলছে।

বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনাকে (রিজভী) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওষুধ ও স্যালাইন দেওয়া হয়েছে।”

রিজভীর পাশে তার স্ত্রী শিক্ষিকা আনজুমান আরা আইভিও রয়েছেন।

গত বছরের জানুয়ারি থেকে রিজভী নয়া পল্টনের কার্যালয়ে অবস্থান করছেন। দলীয় কার্যালয়ে থেকে প্রায় প্রতিদিনই সংবাদ সম্মেলন করেন তিনি।

কার্যালয়ের তৃতীয় তলায় দপ্তর বিভাগের পাশে একটি ছোট কক্ষে তিনি থাকেন, সেখানে খাওয়া-দাওয়া করেন তিনি। ঈদের সময়ও সেখানেই ছিলেন তিনি।

ছাত্রদলের সাবেক সভাপতি রিজভী রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি ছিলেন। তখন এরশাদবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। সেই ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছেন তিনি। চলাচলেও তাকে লাঠি ব্যবহার করতে হয়।