শাজাহান খানের মিছিলে বোমা: প্রতিবেদন দাখিল ফের পেছালো

আওয়ামী লীগ নেতা শাজাহান খানের মিছিলে বোমা হামলার ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও সময় পেয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2019, 12:33 PM
Updated : 14 May 2019, 12:33 PM

ঢাকার মহানগর হাকিম দেবদাস অধিকারী আগামী ২০ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ঠিক করে দিয়েছেন। 

মঙ্গলবার এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ফজলুল হক আরও সময়ের আবেদন করেন।

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কার্যালয় থেকে জানা যায়, এ নিয়ে কমপক্ষে ৪০ বার এ মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছানো হল।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি তৎকালীন নৌমন্ত্রী শাজাহান খান নেতৃত্বাধীন মুক্তিযোদ্ধা পরিষদ বিএনপি চেয়ারপারসনের বাড়ি ঘেরাও করতে গুলশানে সমবেত হয়। সেখানে সমাবেশ শেষে মিছিল শুরুর পর বোমা হামলা হয়।

ঢাকা যানবাহন ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু ওই ঘটনায় গুলশান থানায় মামলা দায়ের করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ ১৪ জনকে ওই মামলায় আসামি করা হয়।

দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের দণ্ড নিয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন খালেদা জিয়া। গুলশানের এই মামলায় তিনি আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা দেন।