নাশকতার মামলায় বিএনপির হাসান সরকারের বিচার শুরু

চার বছর আগের নাশকতার এক মামলায় গাজীপুরের বিএনপি নেতা হাসান উদ্দিন সরকারসহ পাঁচ জনের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2019, 05:26 PM
Updated : 13 May 2019, 05:26 PM

ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান সোমবার ওই পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণ শুরুর নির্দেশ দেন।  

আসামিদের মধ্যে গাজীপুর-২ আসনের সাবেক সাংসদ হাসান উদ্দিন সরকার গাজীপুর সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ছিলেন।

অপর আসামিরা হলেন- জুয়েল ওরফে বাঘা জুয়েল, সোলায়মান, শাখাওয়াত হোসেন সৈকত ও আইনুল ইসলাম চঞ্চল।

রাষ্ট্রপক্ষে এ মামলার শুনানি করেন ট্রাইব্যুনালের কৌঁসুলি মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আসামিপক্ষে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম।

আদালতে হুইল চেয়ারে বসা হাসান উদ্দিন সরকারের অব্যাহতির আবেদন জানিয়ে আইনজীবী নজরুল বলেন, “তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। রাজনৈতিকভাবে হয়রানি করতে তাকে মামলায় জড়ানো হয়েছে। ”

অন্য আসামিদের পক্ষেও তাদের আইনজীবীরা অব্যাহতির আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করার আবেদন করেন।

কাঠগড়ায় দাঁড়ানো আসামিদের অভিযোগ পড়ে শোনানোর পর বিচারক জানতে চান- তারা দোষী না নিদোর্ষ।

আসামিরা নিজেদের নিদোষ দাবী করে ন্যায় বিচার চান।  শুনানি শেষে বিচারক আসামিদের বিরুদ্ধে  অভিযোগ গঠন করে আদেশ দেন।

দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে বিএনপি-জামায়াতের টানা হরতাল-অবরোধের মধ্যে ২০১৫ সালের ২৭ ফেব্রুয়ারি ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চলে একটি বাস থেকে বোতলভর্তি অকটেনসহ দুই কিশোরকে আটক করে পুলিশ।

ওই ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার এএসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। সেখানে বলা হয়, হাসান উদ্দিন সরকার ও তার সহযোগীদের নির্দেশে ওই দুই কিশোর নাশকতার পরিকল্পনা নিয়ে ওই বাসে উঠেছিল।

মামলার তদন্ত শেষে পুলিশ পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন। অকটেনসহ আটক দুইজন কিশোর হওয়ায় তাদের বিরুদ্ধে শিশু আইনে আলাদা অভিযোগপত্র হয়।