বিএনপি জোট ছাড়ল পার্থের বিজেপি

সংসদে যোগ দেওয়া নিয়ে দ্বন্দ্বে পুরনো এক রাজনৈতিক মিত্রকে হারাল বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2019, 03:18 PM
Updated : 6 May 2019, 03:59 PM

সোমবার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছাড়ল বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।

দলটির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা নিশ্চিত করেন।

পার্থ বলেন, “হ্যাঁ, আমরা জোট ছেড়ে দিয়েছি।”

কী কারণে এই সিদ্ধান্ত, তার ব্যাখ্যায় তিনি বলেন, এর কারণ তিনটি।

“অতিমাত্রায় জাতীয় ঐক্যফ্রন্টমুখী হয়ে গেছে (বিএনপি), ২০ দলীয় জোটের কর্মকাণ্ড শুধু সহমত, সংহতি ছাড়া তেমন কিছুই নয়।”

‘প্রহসন ও ভোট ডাকাতির নির্বাচন’ এর পর সংসদে যাওয়াটা নৈতিকভাবে ঠিক হয়নি বলে মনে করেন বিজেপি চেয়ারম্যান।

তিনি বলেন, “সংসদে বিএনপি যে যাবে, এটা আমার দল শুধু নয়, জোটের কেউ জানে না।

“এসব কারণেই আমি জোট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম।”

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির এক সমাবেশে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ (ফাইল ছবি)

বিজেপির জোট ছাড়ার বিষয়ে বিএনপির কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

২০ দলের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সঙ্গে সোমবার রাতে ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

একাদশ সংসদ নির্বাচনের আগে বিএনপি কামাল হোসেনের গণফোরামসহ আরও তিনটি দলকে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর থেকে পুরনো জোটে টানাপড়েনের খবর আসছিল; তবে ২০ দলীয় জোট থেকে বিএনপির নতুন জোটকে আনুষ্ঠানিক সমর্থন দেওয়া হয়েছিল।

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সংসদ নির্বাচন তারা একসঙ্গেই করেছিল, ঢাকার একটি আসনে পার্থ প্রার্থীও হয়েছিলেন ধানের শীষ প্রতীকে।

ভোটের ফল প্রত্যাখ্যানেও এক ছিলেন তারা। জোট থেকে নির্বাচিতরা শপথ নেবেন না বলেও সিদ্ধান্ত নিয়েছিলেন তারা।

কিন্তু বিএনপি ও গণফোরাম থেকে নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর দেখা দিয়েছে ফের টানাপড়েন।

দুই দশকের বেশি সময় ধরে বিএনপির সঙ্গে জোটে রয়েছে বিজেপি। এই দলটি গঠন করেন পার্থের বাবা নাজিউর রহমান মঞ্জুর। তিনি এক সময় জাতীয় পার্টির মহাসচিব ছিলেন।

ভোলার সংসদ সদস্য মঞ্জুর জাতীয় পার্টি থেকে বেরিয়ে বিজেপি গঠনের পর ২০০১ সালের নির্বাচনের আগে খালেদা জিয়া নেতৃত্বাধীন চারদলীয় জোটে যোগ দেন। মঞ্জুরের মৃত্যুর পর তার বড় ছেলে পার্থ দলের হাল ধরেন।

২০ দলীয় জোটের এক বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আন্দালিব রহমান পার্থ

২০১২ সালে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনের লক্ষ্যে চারদলীয় জোটের পরিসর বাড়িয়ে ১৮ দলীয় জোট গঠন করে বিএনপি। পরে আরও দুটি দল তাতে যোগ দিলে ২০ দল হয়। বিজেপি পুরোটি সময় বিএনপির সঙ্গেই ছিল।

পার্থের বাবা মঞ্জুর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ভগ্নিপতি। তবে সংসদে আওয়ামী লীগের সমালোচনায় মুখর থাকতেন পার্থ।