বিএনপির ৫ এমপি সংসদীয় কমিটিতে

নানা নাটকীয়তার মধ্যে আইন প্রণেতা হিসেবে শপথ নেওয়া বিএনপির ৫ সংসদ সদস্যকে বিভিন্ন সংসদীয় কমিটির সদস্য হিসেবে নেওয়া হয়েছে।

সংসদ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2019, 03:17 PM
Updated : 30 April 2019, 03:17 PM

মঙ্গলবার সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী কমিটি পুনর্গঠনের প্রস্তাব করেন। পরে তা সংসদে গ্রহণ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আব্দুস সাত্তার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে স্থান পেয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদের স্থান হয়েছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম ভূমি মন্ত্রণালয়, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি এবং ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান জাহিদ সরকারি হিসাব কমিটির সদস্য হয়েছেন।

সোমবার বিকেলে শপথ নেন জাহিদ ছাড়া বাকি চারজন। এর আগে ২৫ এপ্রিল শপথ নেন জাহিদ।

তবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেননি। তার বগুড়া-৬ আসনটি মঙ্গলবারই শূন্য ঘোষণা করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।