উলামা দলের সভাপতি মালেকের প্রতি বিএনপির শেষ শ্রদ্ধা

জাতীয়তাবাদী উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেকের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2019, 08:17 AM
Updated : 26 March 2019, 08:17 AM
মঙ্গলবার ভোর সাড়ে ৩টায় ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মারা যান হাফেজ আবদুল মালেক।
তার বয়স হয়েছিলো ৬৮ বছর।

সকাল সাড়ে ১১টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার কফিন নিয়ে আসা হলে তা দলীয় পতাকা দিয়ে ঢেকে দেয়া হয়।

এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ নেতৃবৃন্দ কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

উলামা দলের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক শাহ নেসারুল হকসহ নেতৃবৃন্দ প্রয়াত ও এই নেতার কফিনে পুস্পস্তবক অর্পণ করেন।

নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে আবদুল মালেকের জানাজায় অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, এজেডএম জাহিদ হোসেন, আবদুস সালাম, রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, অনিন্দ্য ইসলাম অমিত, মোরতাজুল করীম বাদরু, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব শেখ গোলাম আজগরসহ উলামা দলের নেতা-কর্মীরা অংশ নেন। 

পরিবারের সদস্যরা জানান, আবদুল মালেককে জোহরের পর গাজীপুরের শ্রীপুরে তাদের গ্রামের বাড়িতে দাফন করা হবে।