সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দায় দেশবাসী নেবে না: হানিফ

সড়কে নিরাপদ চলাচল নিশ্চিতে ব্যর্থতার জন্য সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দায় দেশবাসী নেবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা মাহাবুব-উল-আলম হানিফ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2019, 05:31 PM
Updated : 21 March 2019, 08:25 PM

ঢাকার নদ্দায় বাসচাপায় এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে আবারও শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে এই কথা বললেন ক্ষমতাসীন দলের এই নেতা।

তাঁতী লীগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে হানিফ বলেন, “এর আগে যখন নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করেছিল তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপদ সড়ক বাস্তবায়নের যে নির্দেশনা দিয়েছিলেন, সেগুলো কেন বাস্তবায়ন হয়নি, জানতে চাই। নিরাপদ সড়কের জন্য নির্দেশনা বাস্তবায়নে কোনো অজুহাত দেখতে চাই না। 

“সড়ক মন্ত্রণালয়ের দায় দেশবাসী নিতে চায় না। আমরাও নিরাপদ সড়ক চাই, নিরাপদ সড়কের দাবির সঙ্গে আমরা একমত।”

সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের এখন সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন

গত প্রায় আট বছর ধরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ।

হৃদরোগে আক্রান্ত ওবায়দুল কাদের বর্তমানে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তাঁতী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মো. শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন দলের সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ।