বিএনপির সাবেক মন্ত্রী আমিনুল হক লাইফ সাপোর্টে

লিভার ক্যান্সারে আক্রান্ত বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আমিনুল হকের অবস্থা সঙ্কটাপন্ন হয়ে পড়ায় তাকে ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2019, 12:01 PM
Updated : 14 March 2019, 12:01 PM

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন লিভার ক্যান্সারের আমিনুল হককে বৃহস্পতিবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় এনে গুলশানের ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে।

ডক্টরস অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যারিস্টার আমিনুল হকের অবস্থা ভালো নয়। আইসিইউতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।”

পরিবারের সদস্যরা জানিয়েছেন, আমিনুল হকের লিভার ক্যান্সারের চিকিৎসা চলছিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়।

তার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম হাসপাতালে আমিনুল হককে দেখতে যান। তিনি চিকিৎসকদের সাথে তার সর্বশেষ অবস্থার খোঁজ নেন। 

রাজশাহী-১ আসনের সাবেক সাংসদ আমিনুল হক বিএনপির সরকারের আমলে টেলিযোগাযোগমন্ত্রী ছিলেন।