আসাদুজ্জামান রিপন কারাগারে

ঢাকার রমনা থানার নাশকতার চার মামলায় বিএনপি নেতা আসাদুজ্জামান রিপনকে কারাগারে পাঠিয়েছে ঢাকার আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2019, 04:26 PM
Updated : 18 Feb 2019, 04:26 PM

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েসের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন তিনি।

শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ওই আদালতের রাষ্ট্রপক্ষের অন্যতম কৌঁসুলি তাপস পাল।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় রায় ঘোষণাকে কেন্দ্র করে রমনা থানার বিভিন্ন এলাকায় নাশকতার অভিযোগে মামলা চারটি দায়ের করা হয়।

এরপর চার মামলায় আসাদুজ্জামান রিপন হাই কোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছিলেন। পরে তিনি বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিনি।

তবে মূল নথি না থাকায় ওই সময় আদালত তার জামিনের মেয়াদ বাড়িয়ে মূল নথি প্রাপ্তি সাপেক্ষে শুনানির তারিখ ঠিক করেন। সোমবার সেই শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো হল।