ভোটের ফল নিয়ে প্রশ্নকারীরা ষড়যন্ত্রে: ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মীমাংসিত ফলাফল যারা অমীমাংসিত করতে চাইছে তারা ষড়যন্ত্র-চক্রান্ত-অশান্তি-অস্থিতিশীলতার রাজনীতির বীজ নতুন করে বপন করছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2019, 08:07 PM
Updated : 8 Feb 2019, 08:07 PM

শুক্রবার সকালে নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে দলের দুই দিনব্যাপী জাতীয় কমিটির সভার শুরুতে তিনি একথা বলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইনু বলেন, “এ নির্বাচনের ফলাফল জনগণের কাছে প্রত্যাশিত ছিল। জনগণ শান্তি-স্থিতিশীলতা-উন্নয়নের পক্ষে গণরায় দিয়েছে। দেশে-বিদেশে সব মহল নির্বাচনের ফলাফল গ্রহণ করেছে।

“১৪ দলের বা মহাজোটের কোনো শরিক সংসদে সরকারের বিরুদ্ধে সংসদীয় অবস্থান বা রাজনৈতিক অবস্থান গ্রহণ করবে কি-না, সেটা সেই দলের নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। ফরমাইসি বিরোধী দল গঠন সংসদকে কার্যকর করবে না, বরং সংসদ সদস্যদের স্বাধীন প্রাণবন্ত ভূমিকাই সংসদকে কার্যকর করবে।”

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জামাত-বিএনপির ‘দেশবিরোধী রাজনীতি প্রত্যাখ্যাত হয়েছে’ বলে দাবি করেন তিনি।

হাসানুল হক ইনু বলেন, “বিএনপি বগলে জামাতকে রেখে কখনোই গণতন্ত্রের ময়ূর হতে পারবে না, গণতন্ত্রের চ্যাম্পিয়ন হতে পারবে না। বরং জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতার ভাগাড়ের কাকই থাকবে।”

ইনুর সভাপতিত্বে দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার, কার্যকরী সভাপতি রবিউল আলম, অধ্যাপক আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

সভা শুক্রবার রাত ৮ টা পর্যন্ত চলে, শনিবার সকাল ১০টা পর্যন্ত মুলতবী করা হয়। সভায় জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির কর্মকর্তা ও সদস্য, সব জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, উপদেষ্টামণ্ডলির সদস্যবৃন্দ উপস্থিত হয়েছেন।