চিকিৎসা নিয়ে সিঙ্গাপুর থেকে ফিরেছেন এরশাদ

চিকিৎসা নিয়ে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2019, 05:35 PM
Updated : 4 Feb 2019, 05:41 PM

জাতীয়  পার্টির দপ্তর বিভাগ থেকে জানানো হয়েছে, সোমবার রাত ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তাদের চেয়ারম্যান।

তার সঙ্গে ফিরেছেন ছোট ভাই হুসেইন মোর্শেদ, তার স্ত্রী রুমানা মোর্শেদ ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য খালেদ আখতার।

এরশাদকে বিমানবন্দরে স্বাগত জানান দলের জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। বিমানবন্দরে ছিলেন এরশাদের দুই ছেলে শাদ এরশাদ ও এরিখ এরশাদও।

এছাড়া ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ, সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মুজিবুল হক চুন্নু, গোলাম কিবরিয়া টিপু, সালমা ইসলাম প্রমুখ।

গত ২০ জানুয়ারি সিঙ্গাপুর গিয়েছিলেন এরশাদ। তখন জাতীয় পার্টির পক্ষ থেকে জানানো হয়েছিল, রক্তে হিমোগ্লোবিন ও লিভারের সমস্যায় ভুগছেন তিনি।

একাদশ সংসদ নির্বাচনের আগেও সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নিয়েছিলেন এরশাদ। ভোটের আগে ফিরলেও বাড়ি থেকে খুব একটা বের হননি তিনি।

গত ৬ জানুয়ারি আইনপ্রণেতা হিসেবে শপথ নেন এরশাদ, তবে তিনি সংসদে গিয়েছিলেন হুইল চেয়ারে চড়ে।

এইচ এম এরশাদ।

অসুস্থতার কারণে এরশাদ একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এখনও যোগ দিতে পারেননি।

ফিরে আসার পর এরশাদ কবে সংসদে হাজির হবেন, এ বিষয়ে এখনই কিছু বলতে চাইছেন না জাতীয় পার্টির নেতারা।

কদিন আগে এরশাদের ভাই জি এম কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, এরশাদ এখন আগের চেয়ে ‘অনেকটাই সুস্থ’।

সিঙ্গাপুরে যাওয়ার আগে এরশাদ জানিয়ে গিয়েছিলেন, তার অনুপস্থিতিতে ভাই জি এম কাদের দলটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

গত বছর ১০ ডিসেম্বর প্রথম দফায় সিঙ্গাপুরে যেতে হয়েছিল এরশাদকে।  নির্বাচনের আগে তার অসুস্থতা, সিঙ্গাপুর যাত্রা নিয়ে নানা নাটকীয়তা সৃষ্টি হয়েছিল।